Durgapur: বাড়ি ফেরার পথে মৌমাছির মরণ কামড়, হাসপাতালে মৃত্যু বৃদ্ধের

আক্রান্ত আরও বেশ কয়েকজন।

Updated By: Oct 19, 2021, 05:37 PM IST
Durgapur: বাড়ি ফেরার পথে মৌমাছির মরণ কামড়, হাসপাতালে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদন: এর আগেও রাস্তায় মৌমাছির কামড় খেয়েছেন বেশ কয়েকজন। এবার মৃত্যু হল এক ব্যক্তির। উৎসবের মরশুমে আতঙ্ক ছড়াল দুর্গাপুরে। বন দফতরের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

জানা গিয়েছে, মৃতের নাম দুয়ারী প্রসাদ সিং। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা  বি. ও. জিএল-এ চাকরি করতেন। অবসর নেওয়ার পরেও দুর্গাপুরের বি. ও. জিএল টাউনশিপেই থেকে গিয়েছিলেন তিনি। সোমবার ব্যাঙ্কে গিয়েছিলেন দুয়ারী প্রসাদ। ব্যাঙ্কের কাজ সেরে যখন ফিরছিলেন, তখন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে কাছে কয়েকটি মৌমাছি ঘিরে ধরে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার অবসরপ্রাপ্ত ওই আধিকারিককে। হাত ছিটিয়ে তাড়ানোর চেষ্টা করতেই একাধিক মৌমাছি হুল ফুটিয়ে দেয়।

আরও পড়ুন: Howrah: পুজোয় বেড়াতে গিয়ে বিপাকে, ধস ও বৃষ্টিতে উত্তরাখণ্ডে আটক ১৪ বাঙালি পর্যটক

তারপর? যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তায় লুটিয়ে পড়েন দুয়ারী প্রসাদ। মৌমাছির কামড়ে খান পথ চলতি আরও বেশ কয়েকজন। পাশেই একটি নির্মীয়মাণ বাড়ির চৌবাচ্চা ঝাঁপ দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুয়ারী প্রসাদ সিং-কে, কিন্তু শেষরক্ষা হয়নি। এদিন সকালে মারা যান তিনি। এরপরই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.