Teacher Recruitment Scam: মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক মামলায় সিআইডি-র জালে শিক্ষা আধিকারিক!

ধৃতকে ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। 

Updated By: Sep 18, 2023, 08:24 PM IST
Teacher Recruitment Scam: মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক মামলায় সিআইডি-র জালে শিক্ষা আধিকারিক!

সোমা মাইতি: মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় গ্রেফতার আরও ১। সিআইডি জালে এবার শিক্ষা দফতরে এক আধিকারিক। ধৃতকে ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। 

আরও পড়ুন: Accident: ভিতরে বসে বিডিও, গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর!

ঘটনাটি ঠিক কী? মুর্শিদাবাদের সুতি  ১ নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। ওই স্কুলেই ভুগোলের শিক্ষক ছিলেন তাঁর ছেলে অনিমেষ। কীভাবে নিয়োগ? হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিআইডি।

তদন্তে দেখা যায়, অন্যের সুপারিশ এবং নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করতেন অনিমেষ। নিয়োগপত্রের মেমো নম্বর এক রেখে নিজের নাম নিয়োগপত্রে বদলে নেন বলে অভিযোগ। প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করেন সিআইডি। ছেলে অবশ্য পালিয়ে বেড়াচ্ছিলেন তখনও। শেষপর্যন্ত ধরা পড়েন তিনি। কবে? এবছরের ১৪ জুলাই। রেহাই পেলেন না শিক্ষা দফতরের আধিকারিকও।

সিআইডি সূত্রে খবর, ধৃতের নাম সুশীল কুমার বর্মন। মুর্শিদাবাদেরই জঙ্গিপুরে সহকারী স্কুল পরিদর্শক পদে কর্মরত তিনি। ওয়েবসাইটে অনিমেষ তিওয়ারি মাইনে সংক্রান্ত ফাইন আপলোড করেছিলেন সুশীল। এখনও খোঁজ মিলছে না সেই ফাইলের।

আরও পড়ুন: ১ আসনে বাজিমাত! বিজেপির হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল

এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে  প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। সেই চার্জশিটে ওই ৪ শিক্ষককে সাক্ষী করার রীতিমতো ক্ষুদ্ধ আদালত। অভিযোগ, টাকা বিনিময়ে চাকরি পেয়েছেন ৪ জনই। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতেরা সকলেই মুর্শিদাবাদ জেলার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.