Sukanta On Anubrata: 'একবার গেলেই ভয় কেটে যাবে, বারবার যেতে ইচ্ছে করবে', অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

তকালই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল

Updated By: Apr 23, 2022, 06:43 PM IST
Sukanta On Anubrata: 'একবার গেলেই ভয় কেটে যাবে, বারবার যেতে ইচ্ছে করবে', অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

নিজস্ব প্রতিবেদন: এসএসকেএম থেকে ছাড়া পেতেই নিজাম প্যালেসে অনুব্রতকে গরু পাচার মামলায় তলব করেছে সিবিআই। শনিবার বিকেলে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। এনিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

শনিবার বাঁকুড়ায় সংগঠনিক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এবার ওঁর যাওয়া উচিত। উনি যেসব রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তা নিয়ে লোকজন বলাবলি করছে। ওঁর মানসম্মানে লাগা উচিত। সব অজুহাত ছেড়ে সিবিআইকে ওঁর বলা উচিত উনি নিজে কতটা খেয়েছেন, কতটা অন্যকে দিয়েছেন, কতটা উপরে পাঠিয়েছেন। সবকিছু বলে দেওয়া উচিত। ভয়ের কী আছে? একবার গেলেই ভয় কেটে যাবে। বারবার যেতে ইচ্ছে করবে। প্রত্যেকবারই কোনও কোনও স্ক্যাম হয়। কোনও না কোনও তৃণণূল নেতার নাম উঠে আসে। এবার কোনও তৃণমূল নেতার নাম বেরোবে।

উল্লেখ্য, গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তসংস্থা মনে করছে আপাতত স্থিতিশীল অনুব্রত। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে। গত ১৮ দিন আগেই অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। সেসময় বীরভূম থেকে কলকাতায় এলেও হাজিরা দেওয়ার দিন তাঁর চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসে যাওয়ার পরিবর্তে চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষার পর তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

আরও পড়ুন-সাধের অনুষ্ঠানে আমন্ত্রিত পছন্দের সহকর্মীরা; ক্ষোভে মারপিট স্কুলে, জ্ঞান হারালেন প্রধান শিক্ষিকা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.