Anubrata Mondal: কেষ্টই কেন্দ্রে, সরকারি অনুষ্ঠানে 'ব্রাত্য' খোদ মন্ত্রী! বীরভূমের পুজোয় নয়া বিতর্কে অনুব্রত...

Anubrata Mondal Carnival: ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। সরকারি কার্নিভালে ফিতে কেটে উদ্বোধন করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, কার্নিভালের মঞ্চের মূল চেয়ারে বসলেনও অনুব্রত। তাঁর পাশে বসলেন তাঁর মেয়ে সুকন্যা।

Updated By: Oct 14, 2024, 07:19 PM IST
Anubrata Mondal: কেষ্টই কেন্দ্রে, সরকারি অনুষ্ঠানে 'ব্রাত্য' খোদ মন্ত্রী! বীরভূমের পুজোয় নয়া বিতর্কে অনুব্রত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। সরকারি কার্নিভালে ফিতে কেটে উদ্বোধন করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, কার্নিভালের মঞ্চের মূল চেয়ারে বসলেনও অনুব্রত। তাঁর পাশে বসলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক বোলপুরেও শুরু হয়েছে কার্নিভাল। আর সেই সরকারের ঘোষিত অনুষ্ঠানে কার্নিভাল মঞ্চের মধ্যমণি হলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ-এলাকা! ক্রমশ শক্তি বাড়াচ্ছে তা, তারপর...

দেখা গেল, কার্নিভাল মঞ্চের ফিতে কেটে কার্নিভালের ঠাকুর আসার কাজ শুরু করলেন অনুব্রত মণ্ডল নিজে। পাশে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মঞ্চের মূল চেয়ারে ছিলেন অনুব্রত মণ্ডলই।

প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তৃণমূলের জেলা নেতা। এ ছাড়া তাঁর অন্য কোনো পদ নেই। তাহলে সেই অবস্থায় তিনি সরকারি মঞ্চের মূল চেয়ারে বসলেন কীভাবে? এমনকি শুধু তাই নয়, ফিতে কেটে কার্নিভালের সূচনাই-বা করলেন কেন, যেখানে পাশে খোদ রাজ্যের মন্ত্রী উপস্থিত ছিলেন? মঞ্চে উঠে প্রথমেই বক্তব্য রাখতে শুরু করেন অনুব্রত মণ্ডল। সকলকে এক সঙ্গে চলার বার্তা দেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছেই, প্রশাসনিক এই অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল কীভাবে মূল চেয়ারে বসতে পারেন?

আরও পড়ুন: High Court: পর্ন দেখিয়ে স্বামী সেইরকমই উদ্দাম যৌনতায় বাধ্য করলেন স্ত্রীকে! ব্যাপার শুনে কোর্ট বলল...

আগে বারবার অনুব্রত মণ্ডলকে নানা বিতর্কে জড়াতে দেখা গিয়েছে-- কখনও বিতর্কিত মন্তব্য, কখনো তাঁর গাড়িতে লাল বাতি ব্যবহার! এবার আর চেয়ার-বিতর্ক। ফের সেই বিতর্ক তৈরির ছবিই দেখা গেল, জেল থেকে বেরিয়ে আসার পরে। এবার একেবারে সরকারি অনুষ্ঠানের মূল মঞ্চে মূল চেয়ারে তিনি। আবার শুধু তাই নয়, ফিতে কেটে কার্যত কার্নিভালের সূচনাও করলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.