Bangaon:মালাইচাকির অপারেশন করাতে এসে মর্মান্তিক পরিণতি সত্তরের বৃদ্ধার...

Bangaon: বৃদ্ধার এক আত্মীয় বলেন, মঙ্গলবার নার্সিংহোমে ভর্তি করেছিলাম। বৃহস্পতিবার অপারেশন করার কথা ছিল  

Updated By: Feb 18, 2025, 04:11 PM IST
Bangaon:মালাইচাকির অপারেশন করাতে এসে মর্মান্তিক পরিণতি সত্তরের বৃদ্ধার...

মনোজ মণ্ডল: মালাইচাকি অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার বাসিন্দা বছর সত্তরের দেবতি রঞ্জন বিশ্বাস। প্রায় এক সপ্তাহ ভর্তি রেখে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে নার্সিংহোমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাটি বনগাঁ থানা সুভাষপল্লী এলাকার।

আরও পড়ুন-নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় বাড়ল মৃতের সংখ্য়া, আরপিএফ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

অভিযোগ, গত মঙ্গলবার বৃদ্ধকে বনগাঁ সুভাষপল্লীর বেসরকারি নার্সিংহোম ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হবে। কিন্তু তা করা হয়নি। আইসিউতে ভর্তি করে রাখা হয়। অভিযোগ সোমবার রাতে কথা হয়েছিল বাড়ির লোকের সঙ্গে। এরপরে মঙ্গলবার সকালে ওই বেসরকারি নার্সিংহোম থেকে খবর আসে তিনি মারা গিয়েছেন।

পরিবারের অভিযোগ, হাঁটুর অপারেশনে জন্য ভর্তি হয়ে কিভাবে একজন মারা যেতে পারে। উনার হার্টের সমস্যা ছিল। হার্টের পেসমেকার বসানো রয়েছে। তা সত্ত্বেও হৃদরোগ বিশেষজ্ঞকে দিয়ে চিকিৎসা না করিয়ে অন্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয়েছে। সম্পূর্ণ গাফিলতির কারণে মৃত্যু হয়েছে।

বৃদ্ধার এক আত্মীয় বলেন, মঙ্গলবার নার্সিংহোমে ভর্তি করেছিলাম। বৃহস্পতিবার অপারেশন করার কথা ছিল। বলেছিল মালাইচাকি বদল করতে হবে। ওরা ভর্তি নিয়েছিল। বলেছিল আইসিইউ লাগতে পারে। কাল কিছু বলেনি। আজ সকালে বলে মারা গিয়েছে।  এরা কী করেছে বুঝতে পারছি না। ডাক্তারই ছিল না।

অন্য এক আত্মীয় সৌমেন বিশ্বাস বলেন, রাস্তায় আসতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে একটা পাথরের আঘাত লেগেছিল। হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম। বলেছিল ৫-৬ মাস একটু ব্যান্ডেজ করে রাখলে ঠিক হয়ে যাবে। সেই রোগীকে ৪ দিন ধরে ভর্তি রাখা হয়েছিল। রোগীর হার্টের সমস্যা ছিল তা ওরা জানত। তার পরেও যদি সব ব্যবস্থা নিয়ে অপারেশন করা হত তাহলে এরকম হতো না। পুরো ব্যবসা চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.