বাঁকুড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভেঙে গুড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়

বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁরা আরও বলেন, ঐ পার্টি অফিসে নিত্যদিন বিভিন্ন ধরণের বেআইনি কাজকর্ম হতো।

Updated By: May 25, 2019, 01:53 PM IST
বাঁকুড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভেঙে গুড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়

নিজস্ব প্রতিবেদন: একের পর এক হিংসার ছবি প্রকাশ্যে এসেছে ভোটের ফলাফল প্রকাশ হতেই। বীরভূম, তারকেশ্বরের পর এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া। শুক্রবার রাত থেকে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনায় পাঁচমুড়া পুরাতন বাসস্ট্যাণ্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। একই সঙ্গে শাসক দলের স্থানীয় এক নেতার বাড়ি ভাঙ্গচুড় চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন: তারকেশ্বরে তৃণমূলের কার্যালয় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাত থেকে দফায় দফায় অশান্তির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁরা আরও বলেন, ঐ পার্টি অফিসে নিত্যদিন বিভিন্ন ধরণের বেআইনি কাজকর্ম হতো।

যার ফলেই এই উত্তেজনা বলে জানিয়েছেন বিজেপির সমর্থকরা।

.