খুনির জামিন! সুপ্রিম কোর্টের দ্বারস্থ পুলিস, হাইকোর্টে অনুপমের স্ত্রী

অপুমন দত্ত হত্যাকান্ডের মূল অভিযুক্ত বাপি পন্ডিত ছাড়া পেয়ে যাওয়ায় পরেই ভেঙে পড়েছে পরিবার। অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেটের দাবি নিয়ম মাফিক যা যা করা উচিত তা তাঁরা সবই করেছেন এবং সিজার লিস্টও জমা দিয়েছেন। তারপরেও অভিযুক্ত ছাড়া পেয়ে যাওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে তাঁরা।

Updated By: Aug 30, 2022, 03:06 PM IST
খুনির জামিন! সুপ্রিম কোর্টের দ্বারস্থ পুলিস, হাইকোর্টে অনুপমের স্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মূল অভিযুক্তের জামিন। হাই কোর্টের দ্বারস্ত নিহত তৃণমূল কাউন্সিলরের পরিবার। জামিনের বিরধিতা করে আদালতের দ্বারস্থ হচ্ছে পরিবার। অন্যদিকে জামিনের বিরধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ব্যারাকপুর কমিশনারেট। সোমবার জামিন পান খুনের ঘটনার মূল অভিযুক্ত বাপি পন্ডিত। তৃণমূল কাউন্সিলরের পরিবারের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অপুমন দত্ত হত্যাকান্ডের মূল অভিযুক্ত বাপি পন্ডিত ছাড়া পেয়ে যাওয়ায় পরেই ভেঙে পড়েছে পরিবার। অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেটের দাবি নিয়ম মাফিক যা যা করা উচিত তা তাঁরা সবই করেছেন এবং সিজার লিস্টও জমা দিয়েছেন। তারপরেও অভিযুক্ত ছাড়া পেয়ে যাওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে তাঁরা।

অন্যদিকে অনুপম দত্তর পরিবারের লোক জানিয়েছেন, ‘আমার কোলের সন্তান ছিনিয়ে নিয়েছে, আমার সন্তান কে যারা এরকম করেছে তাঁরা যেন শাস্তি পায়। তার মতন যেন তাকেও শাস্তি দেওয়া হয়’।

গত ১৩ মার্চ গুলি করে খুন করা হয় কাউন্সিলর অনুপম দত্তকে। ছয় মাস পড়ে জামিন পান অভিযুক্ত প্রসেনজিত ওরফে বাপি পন্ডিত। খবর আসতেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে ঘটনায় মূল অভিযুক্তের জামিন হয় সোমবার। পরিবারের দাবি এই ঘটনার পরেই আত্মহত্যার চেষ্টা করেছেন নিহতের স্ত্রী। আন্দোলন চলাকালীন নিহত অনুপম দত্তের স্ত্রী তার বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দেন। তার মা এই খবর দিলে আন্দোলনকারিরা তার বাড়ির দিকে যায় এবং দরজা ভেঙে তাঁকে আটকানো হয়। 

অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষি দত্ত বর্তমানে ওই এলাকার কাউন্সিলর। কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আরও পড়ুন: Cow Smuggling: মাত্র ৮ বছরেই ইলামবাজারের বেতাজ বাদশা, গোরুপাচার থেকে কোটি কোটি টাকার সম্পত্তি লতিফের

ঘটনার মূল অভিযুক্ত বাপি পন্ডিত জামিন পাওয়ার ঘটনায় পুলিসের ভুমকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। রাতে প্রায় এক ঘণ্টা অবরোধ করা হয় বিটি রোড।

এলাকার মানুষের দাবি নিহত কাউন্সিলরকে যে খুন করেছে তাঁকে ১৬৫ দিনের মাথায় কেন ছেড়ে দেওয়া হল। এই নিয়েই গতকাল বার বার আন্দোলন করে তারা। এরপরেই আসরে নামেন নির্মল ঘোষ।

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘অনুপম দত্ত দলের একজন সক্রিয় এবং গুরুত্বপূর্ণ নেতা ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখের।তার বাড়ির সঙ্গে আমাদের দলের যোগাযোগ রয়েছে। তাঁকে রাজনৈতিক স্বীকৃতি দেয়। কিন্তু জামিন তৃনমূল কংগ্রেস দেয়না। জামিন দেয় আদালত। সেক্ষেত্রে আদালত কেন জামিন দিয়েছে সেটা আদালত বলতে পারবে। কিন্তু মাথায় রাখা প্রয়োজন অনুপম দত্তের মৃত্যু নিশ্চিতভাবেই দুঃখের’। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.