West Bengal: এবার পুরীতে গেলে থাকুন সরকারি ব্যবস্থাপনায়, নবান্নের নতুন উদ্যোগ বঙ্গনিবাস...

West Bengal: পুরী বলতেই বাঙালির মন খুশি-খুশি হয়ে ওঠে। এতদিনে ওড়িশাও বুঝে গিয়েছে, বাঙালিরাই বাঁচিয়ে রেখেছে পুরীধামকে। এহেন পুরীতে এবার পশ্চিমবঙ্গ সরকার চালু করতে চলেছে এ রাজ্যের তীর্থযাত্রীদের জন্য নতুন একটা থাকার জায়গা। আগামীদিনে পুরী গেলে এখানেই উঠতে পারবেন বাঙালিরা।

Updated By: Jul 25, 2023, 08:17 PM IST
West Bengal: এবার পুরীতে গেলে থাকুন সরকারি ব্যবস্থাপনায়, নবান্নের নতুন উদ্যোগ বঙ্গনিবাস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরী বলতেই বাঙালির মন খুশি-খুশি হয়ে ওঠে। এতদিনে ওড়িশাও বুঝে গিয়েছে, বাঙালিরাই বাঁচিয়ে রেখেছে পুরীধামকে। এহেন পুরীতে এবার পশ্চিমবঙ্গ সরকার চালু করতে চলেছে এ রাজ্যের তীর্থযাত্রীদের জন্য নতুন একটা থাকার জায়গা। আগামীদিনে পুরী গেলে এখানেই উঠতে পারবেন বাঙালিরা। পুরীতে 'বঙ্গনিবাস' তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য।  'নবান্নে' জমা পড়ল আর্কিটেক্ট প্ল্যান। কাজ শুরু এবছরই।

আরও পড়ুন: Dukhu Majhi of Purulia: সকাল হলেই বালতি আর চারাগাছ নিয়ে বেরিয়ে পড়েন সাইকেলে...

শুধু উদ্যোগই নয়, কাগজে-কলমে কাজও অনেকটা এগিয়ে গেল। আজ, মঙ্গলবার মুখ্যসচিবের কাছে জমা পড়ল এই নির্মাণের প্ল্যান। জানা গিয়েছে, মোট চারটি আর্কিটেক্ট কোম্পানি পৃথক-পৃথক প্ল্যান জমা দিয়েছে। চারটি কোম্পানি মুখ্যসচিবের কাছে আজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও জমা দিয়েছে।

নবান্নসূত্রেই জানা গিয়েছে, চারটি প্ল্যানই মুখ্যসচিব পাঠাবেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীই পাকাপাকি ঠিক করবেন চারটি প্ল্যানের মধ্যে কোনটি আদতে নির্মিত হবে।

জানা গিয়েছে, মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে গিয়ে জমি দেখে এসেছিলেন। সেই সময়ে তিনি দেখাও করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। দুএকর জমি দিয়েছে ওড়িশা সরকার।

আরও পড়ুন: Baul Sadhan Das Bairagy Passes Away: প্রয়াত সাধনদাস! বাউল সমাজে শোকের ছায়া, কাঁদছে অজয়ের বাতাস...
 
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিভিন্ন ধরনের রুম ছাড়াও এই বঙ্গনিবাসে থাকবে ডর্মিটরি। বাংলার শৈল্পিক ছোঁয়ায় সেজে উঠবে বঙ্গনিবাস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.