থমথমে ভাটপাড়ার মোড়ে মোড়ে মোতায়েন র‍্যাফ-কমব্যাট ফোর্স, আজ মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

গতকালই জারি হয় ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট পরিষবা। শান্তি বজায় রাখাতে এলাকায় মাইকে আবেদন করছে পুলিস

Updated By: Jun 21, 2019, 11:14 AM IST
থমথমে ভাটপাড়ার মোড়ে মোড়ে মোতায়েন র‍্যাফ-কমব্যাট ফোর্স, আজ মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারের সংঘর্ষের পর আজ থমথমে ভাটপাড়া। এলাকার মোড়ে মোড়ে মোতায়েন বিশাল পুলিস বাহিনী, র‍্যাফ, কমব্যাট ফোর্স।

আরও পড়ুন-ভাটপাড়া আশান্তির মধ্যেই বারাকপুরের পুলিস কমিশনারকে সরাল নবান্ন

গতকালই জারি হয় ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট পরিষবা। শান্তি বজায় রাখাতে এলাকায় মাইকে আবেদন করছে পুলিস। চাপা উত্তেজনার মধ্যেই আজ ২ দুই সমর্থকের দেহ নিয়ে মিছিল করবে বিজেপি।

শুক্রবাই বারাকপুরের কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন মনোজ ভার্মা। তিনি তন্ময় রায় চৌধুরীর জায়গায় আসছেন। এর মধ্যেই বেলা ১১টা নাগাদ সিপি অফিস ঘেরাও করা হবে বলে ঘোষণা করেছেন সাংসদ অর্জুন সিং। আগামিকাল আসতে পারে বিজেপির সংসদীয় দল। ফলে মৃতদেহ সত্কার ও সিপি অফিস ঘেরাওয়ের মতো বিজেপির জোড়া কর্মসূচিতে ফের তোলপাড় হতে পারে ভাটপাড়া।

এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। রাতভর তল্লাশিতে উদ্ধার অস্ত্র-বোমা। জায়গায় জায়গায় নাকা চেকিং। চলছে জলপথে নজরদারিও।

আরও পড়ুন-ন্ধ্র হাতছাড়া, রাজ্যসভায় চন্দ্রবাবুর দলটাই কার্যত ভিড়ে গেল বিজেপিতে

উল্লেখ্য, বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা উদ্বোধনের আগে প্রবল বোমাবাজি শুরু হয়ে যায় ভাটপাড়ার বিভিন্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্য গুলি চালায় পুলিস। সংঘর্ষে রামবাবু সাউ ও ধরমবীর সাউ নামে ২ জনের মৃত্যু হয়। তারা বিজেপির সমর্থক বলে দাবি করেছে গেরুয়া শিবির।

.