Bhatpara Municipality: কাউন্সিলর-চেয়ারম্যান-CIC মেম্বারদের দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দলে জেরবার ভাটপাড়া পুরসভা
কাউন্সিলররা গুরত্ব পাচ্ছেন না পুরসভায়। চেয়ারম্যান - ভাইস চেয়ারম্যানের অঙ্গুলি হেলনে চলছে। পৌরসভায় কোনও টেন্ডার ছাড়াই অনৈতিক কাজ হচ্ছে। এর জন্য সরাসরি প্রকাশ্যেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদত্যাগ চাইছে পুরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাউন্সিলর, CIC মেম্বার এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের চরম গোষ্ঠী কোন্দলে জেরবার ভাটপাড়া পুরসভা। কখনও কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলর, আবার কখনও কাউন্সিলরের CICদের ঝামেলা, আবার কখনও চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরদের বিরোধের জেরে উতপ্ত হচ্ছে সিআইসি মিটিং থেকে বোর্ড মিটিং। এমনকী পুরসভার মিটিংও ভেস্তে যাচ্ছে চরম গোষ্ঠী কোন্দলের জেরেই।
আরও পড়ুন, Bankura: অজানা রোগে শুকিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে ধান, চিন্তায় মাথায় হাত কৃষকদের
কাউন্সিলররা গুরত্ব পাচ্ছেন না পুরসভায়। চেয়ারম্যান - ভাইস চেয়ারম্যানের অঙ্গুলি হেলনে চলছে। পৌরসভায় কোনও টেন্ডার ছাড়াই অনৈতিক কাজ হচ্ছে। এর জন্য সরাসরি প্রকাশ্যেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদত্যাগ চাইছে পুরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। পালটা আবার ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাসের অভিযোগ CIC রা কয়েকজন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। বিজেপির মদতে চলে তারা পৌরসভায় বিশৃঙ্খলার সৃষ্টি করছেন।
পুরসভার ফান্ড নেই, তাই কন্ট্রাক্টরি বন্ধ তাতে কাউন্সিলররা খেরে যাচ্ছেন! তাই দলের বিরুদ্ধে কথা বলছেন। পাল্টা ভাটপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডে তিনি দাবি করছেন, আগের বোর্ডের থেকে এই বোর্ড অনেক উন্নয়নের কাজ করছে। সত্যেন রায় ভুল বলছেন। তবে এই সব নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পৌরপ্রধান রেবা রাহা। সব কিছুই মেনে ও না মানার ভান করতে চাইছেন ভাইস চেয়ারম্যান দেব্জ্যোতি ঘোষ।
গোষ্ঠী কোন্দলের কথা না মেনে যার যার ব্যক্তিগত মত প্রকাশ বলে গোষ্ঠী কোন্দল চাপা দিতে ব্যস্ত তিনি।পৌরসভায় নানা সমস্যা আছে,পৌরসভায় মিটিংয়েও আসছে না!! এও তিনি স্বিকার করে নিয়েছেন। তবে উত্তর ২৪ পরগনা জেলায় মুখ্যমন্ত্রীর কোর কমিটি কি এই গোষ্ঠী কোন্দল মেটাতে পারবে? এটাই এখন বড় চ্যালেঞ্জ তাদের। অপরদিকে বিজেপি তরফে থেকে দাবি তোলা হচ্ছে, ভাটপাড়া পৌরসভার নিজেদের এই গোষ্ঠী কোন্দলে ভাটপাড়া বাসিন্দারা অসুবিধার মধ্যে পড়ছে।
আরও পড়ুন, Canning Shootout: বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে টার্গেট মহিলা, গুলি চলল ক্যানিংয়ে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)