বিমল সমর্থকদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ বিনয় তামাং শিবিরের
থানায় বিমল পন্থীদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছে বিনয় শিবির
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় এসে তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিমল গুরুং। তখনই বেঁকে বসেছিল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবির। নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন বিনয়। এবার পাহাড়ে বিমল পন্থীদের সঙ্গে বিনয় পন্থীদের সংঘর্ষ। মঙ্গলবার বিনয় শিবিরের এক যুবককে কুকরি দিয়ে কোপানোর অভিযোগ বিমলপন্থীদের বিরুদ্ধে।
পাহাড়ে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঠিক তখনই বিমল গুরুং ও বিনয় তামাং শিবিরের মধ্য়ে উত্তেজনা। এ দিন বানেশভেক চা বাগানে গুরংপন্থীদের সভা ছিল। সেখান থেকে হামলা হয় বলে অভিযোগ। বিনয় শিবিরের অভিযোগ, কুকরি-আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁদের উপরে হামলা চালায় বিমলের সমর্থকরা। আক্রান্ত যুবককে দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় বিমল পন্থীদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছে বিনয় শিবির। গুরুংকে পাহাড়ে প্রবেশ না করতে দেওয়ার দাবি করেছেন তাঁরা। অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বিনয় তামাং।
আরও পড়ুন- সুস্থতার হার বেড়ে ৯০ শতাংশ, রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে বেশি সুস্থের সংখ্যা