Birbhum: উদ্ধার প্রায় ২৪ টন অবৈধ কয়লা, পাচার রুখতে তৎপর পুলিস
বীরভূমের দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিস এর আগেও প্রচুর পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করেছে। পুলিসের এত ধরপাকড়, আটক সত্বেও কেন অবৈধ কয়লা পাচার বন্ধ করা যাচ্ছে না সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জেলায়।
প্রসেনজিৎ মালাকার: বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ প্রায় ২০ টন অবৈধ কয়লা উদ্ধার করল। রবিবার ভোরে পুলিস গোপন সূত্রে খবর পায় পুলিস। দুবরাজপুরের মাজুরিয়া জঙ্গলের রাস্তায় অবৈধ কয়লা পাচারের খবর আসতেই বিশাল পুলিস বাহিনী ওই জঙ্গল ঘিরে ফেলে এবং ১২টা গোরু ও মোষের গাড়ি আটক করে। এই ঘটনায় প্রায় ২০ টন অবৈধ কয়লা উদ্ধার করে তারা। পুলিস দেখেই অভিযুক্তরা অবৈধ কয়লার গাড়ি ছেড়ে পালিয়ে যায়।
অন্যদিকে বীরভূমের সদাইপুর থানার পুলিস জামথলিয়া গ্রামের রাস্তায় হানা দিয়ে অবৈধ কয়লা বোঝাই ৯টা মোটরবাইক আটক করেছে। এই জায়গা থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে চার টন অবৈধ কয়লা। সদাইপুর থানার পুলিসের কাছে অবৈধ কয়লা পাচারের খবর আসতেই পুলিস সেখানে হানা দেয়। পুলিস অবৈধ কয়লা এবং মোটরবাইক উদ্ধার করলেও, তাদেরকে দেখে অবৈধ কয়লা বোঝাই মোটরবাইক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
আরও পড়ুন: Kajal Seikh: শুধরে যান তা না হলে কাজল-ঝড় উঠবে, বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
বীরভূমের দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিস এর আগেও প্রচুর পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করেছে। পুলিসের এত ধরপাকড়, আটক সত্বেও কেন অবৈধ কয়লা পাচার বন্ধ করা যাচ্ছে না সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জেলায়।
আরও পড়ুন: Malbazar: তৈরি হয়নি সেতু, ঝুঁকি নিয়ে নদীর জলের উপর দিয়েই যেতে হয় পড়ুয়াদেরও...
প্রায় প্রতিদিনই তল্লাশি চালাচ্ছে পুলিস। অবৈধ কয়লা এবং বালি পাচারের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে এই তল্লাশি। দুই তল্লাশি মিনিয়ে প্রায় সাড়ে চব্বিশ টন কয়লা উদ্ধার হয়েছে যাকে বড় সাফল্য বলে দেখা হচ্ছে। এই কয়লা আটক করার পরে আরও জানানো হয়েছে যে এই দুটি অঞ্চল জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস। সবরকমভাবে অবৈধ কয়লা পাচার রুখতে তৎপর পুলিস।