হালে পানি পেতেই শালবনি, গড়বেতায় তৃণমূলের ওপর হামলা বিজেপির

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর থেকেই তিনি ঘরছাড়া। দিন দুয়েক পুলিশ পিকেট বসানো থাকলেও তারপর থেকেই ফের নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে শালবনি থানার এই এলাকায়।

Updated By: May 25, 2019, 04:23 PM IST
হালে পানি পেতেই শালবনি, গড়বেতায় তৃণমূলের ওপর হামলা বিজেপির

নিজস্ব প্রতিবেদন: ভোট মেটার পর থেকে পশ্চিম মেদিনীপুরে অশান্তি চলছেই। বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিসের দখল নিচ্ছে বিজেপি। আক্রমণের মুখে পড়ছেন তৃণমূল নেতা-কর্মীরা। শনিবার শালবনির ১০ নম্বর অঞ্চলের বালিঝুরি এলাকায় ফের তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 

অভিযোগ, তৃণমূল করার জন্যই দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করছে বিজেপি। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর থেকেই তিনি ঘরছাড়া। দিন দুয়েক পুলিশ পিকেট বসানো থাকলেও তারপর থেকেই ফের নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে শালবনি থানার এই এলাকায়। যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দলের কোন নেতা-কর্মী হামলার ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেই দাবি গেরুয়া শিবিরের। 

নবদ্বীপে বিজেপির বিরুদ্ধে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ

ওদিকে এবার গড়বেতার জবাতে তৃণমূল সিপিএম সংঘর্ষ। এই ঘটনায় তৃণমূলের ৪ জন কর্মী গুরুতর আহত অবস্থায় ভর্তি গড়বেতা গ্রামীণ হাসপাতালে। তাদের লাঠি, বাঁশ ও টাঙির কোপ মারা হয়েছে বলে অভিযোগ। লুঠপাট করা হয়েছে তৃণমূল নেতাদের বাড়িও। এলাকায় উত্তেজনা রয়েছে। গড়বেতা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। 

তৃণমূলের অভিযোগ, সিপিএম এর দুষ্কৃতীরা বিজেপির ঝান্ডা নিয়ে এই অত্যাচার করছে। 
উল্লেখ্য, লোকসভা ভোটের ফল প্রকাশের পর গড়বেতার সিপিএম এর ঘরছাড়া নেতা কর্মীরা ফের ঘরে ফিরে এসেছেন।

.