সৈকতের খুনিদের শাস্তির দাবিতে অরন্ধন পড়শিদের, বিজেপির তরফে ৫ লাখ সাহায্য পরিবারকে

স্থানীয় বাসিন্দাদের কথায়, নিহত সৈকত ভাওয়াল পরোপকারী ছিলেন। সবার উপকারের জন্য ঝাঁপিয়ে পড়তেন।

Updated By: Dec 14, 2020, 02:13 PM IST
সৈকতের খুনিদের শাস্তির দাবিতে অরন্ধন পড়শিদের, বিজেপির তরফে ৫ লাখ সাহায্য পরিবারকে

নিজস্ব প্রতিবেদন : কারও বাড়িতে এদিন হাঁড়ি চড়েনি। এলাকায় চলছে অরন্ধন। বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়াল খুনের ঘটনায় আজও থমথমে হালিশহর। নিহত বিজেপি নেতার খুনিদের কঠোর শাস্তির দাবিতে সরব সৈকত ভাওয়ালের প্রতিবেশীরা।

এদিন হালিশহরে নিহত বিজেপি বুথ সভাপতির বাড়িতে যান বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বিজেপির মহিলা রাজ্য কমিটির সম্পাদিকা ফাল্গুনী পাত্র। নিহত সৈকত ভাওয়ালের পরিবারকে সান্ত্বনা দিতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা। একইসঙ্গে এদিন নিহত সৈকতের পরিবারের হাতে বিজেপি দলের পক্ষ থেকে ৫ লাখ  টাকার চেক তুলে দেওয়া হয়।

শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হন সৈকত ভাওয়াল। রবিবার বিকালে নিহত বিজেপি নেতার দেহ বাড়ি পৌঁছতেই স্ত্রী-পরিবার থেকে এলাকাবাসীর কান্নার বাঁধ ভাঙে। আজও এলাকা থমথমে। প্রতিবেশীরা কেউ আজ রান্না করেননি। খাওয়াদাওয়া বন্ধ অনেক বাড়িতেই। কেউ অঝোরে কাঁদছেন। কেউ আবার খুনিদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, নিহত সৈকত ভাওয়াল পরোপকারী ছিলেন। সবার উপকারের জন্য ঝাঁপিয়ে পড়তেন।

প্রসঙ্গত, খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিস। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, ধৃতদের জেরা করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিস। খুনের ঘটনায় বিজেপি নেতৃত্ব শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট বলেছেন, এটা অরাজনৈতিক খুন। কোনও অরাজনৈতিক গন্ডগোল থেকেই এই ঘটনা ঘটেছে। বিজেপি হিংসা-খুনোখুনির রাজনীতির করে বলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

আরও পড়ুন, হালিশহরের বাড়িতে দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন নিহত বিজেপি নেতার স্ত্রী-পরিবার

স্মার্ট সিটিতে আসানসোল, কেন্দ্রের অনুদান না পেয়ে ফিরহাদকে চিঠি 'বেসুরো' জিতেন্দ্রর

.