পঞ্চায়েত হিংসা নিয়ে দিল্লি দরবারে বিজেপি, উপযুক্ত পদক্ষেপের আশ্বাস রাজনাথের

বৈঠক শেষে স্বপনবাবু জানিয়েছেন, রাজনাথ সিং মন দিয়ে সব কথা শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রয়েছে। সব দিক ক্ষতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে কেন্দ্র। পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর কেন্দ্র।

Updated By: Apr 26, 2018, 10:46 AM IST
পঞ্চায়েত হিংসা নিয়ে দিল্লি দরবারে বিজেপি, উপযুক্ত পদক্ষেপের আশ্বাস রাজনাথের

ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা নিয়ে এবার দিল্লি দরবারে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার পঞ্চায়েত হিংসায় আক্রান্তদের নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব।

এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। সঙ্গে ছিলেন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপর্বে আক্রান্তরা। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা, মুকুল রায়, সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। 

বৈঠক শেষে স্বপনবাবু জানিয়েছেন, রাজনাথ সিং মন দিয়ে সব কথা শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রয়েছে। সব দিক ক্ষতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে কেন্দ্র। পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর কেন্দ্র।

উত্তরপ্রদেশে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, মৃত ১৩ খুদে পড়ুয়া

এর পর উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব। তাঁকেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি ব্যাখ্যা করেন তাঁরা। বিজেপি সূত্রে জানানো হয়েছে, এদিন বেলা ১১.৩০ মিনিটে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে দেশের সমস্ত সংবাদমাধ্যমকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের হিংসার বর্ণনা দেবে তারা। এর পর রাজ্যে অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে বেলা ১২টা থেকে যন্তরমন্তরে চলবে ধর্না। 

 

.