Howrah: চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'! গ্রেফতার বিধানসভা ভোটে BJP প্রার্থী
গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি।
শুভাশিস মণ্ডল: প্রাথমিক স্কুলে শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'! হাওড়া গ্রেফতার বিজেপি প্রার্থী সুমিতরঞ্জন কাঁড়ার। গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি।
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগেও 'দুর্নীতি'। ২০১৭ সালে টেট পরীক্ষার দ্বিতীয় তালিকাকে বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশে ২৬৯ জনের চাকরি বাতিল প্রক্রিয়া চলছে, তখন হাওড়ার উদয়নারায়ণ কিছুদিন আগে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। কেন? তাঁদের অভিযোগ, প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছেন বিজেপি প্রার্থী সুমিতরঞ্জন। কিন্তু চাকরি দিতে পারেননি তিনি। এমনকী, কয়েকজন টাকা ফেরতের যে চেক দিয়েছিলেন, সেই চেকও বাউন্স করেছে!
আরও পড়ুন: Jalpaiguri: নেপথ্যে খোদ অধ্যক্ষ? অশিক্ষক কর্মীর সঙ্গে অধ্যাপিকার ছবি ভাইরাল!
থানায় অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। গতকাল, শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ারকে গ্রেফতার করে পুলিস। খবর চাউর হতেই থানায় চাকরিপ্রার্থীরা জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, গোটা ঘটনার সিআইডি তদন্ত করতে হবে।
আরও পড়ুন: Bishnupur: আইসিডিএস সেন্টারের খিচুড়িতে সাপ! ভয়ঙ্কর কাণ্ডে হুঁশ উড়ল প্রসূতিদের