বিধায়কের হাত ধরে দলবদল উপ-প্রধানের, ঝাড়গ্রামে পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি

অনাস্থা ভোটে জিতল তৃণমূল।

Updated By: Jun 25, 2021, 11:37 PM IST
বিধায়কের হাত ধরে দলবদল উপ-প্রধানের, ঝাড়গ্রামে পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: জঙ্গলমহলে গেরুয়াশিবিরে ভাঙন। ঝাড়গ্রামে একটি পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বিজেপির। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে জিতে ক্ষমতা দখল করল তৃণমূল। বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে শাসকদলে যোগ দিলেন উপ প্রধান ও তাঁর অনুগামীরা।

ঝাড়গ্রামের গোপিবল্লভপুর বিধানসভার ছত্রী গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে আসন সংখ্যা ৮।  ২০১৮-র পঞ্চায়েত ভোটে ৬-টিতেই জিতেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল মাত্র ২ টি আসন। সম্প্রতি দলের ৩ জন সদস্য যোগ দেন তৃণমূলে। ফলে বিজেপির আসন সংখ্যা যখন ৬ থেকে কমে হয়ে যায় ৩, তখন তৃণমূলের দখলে চলে যায় ৫টি আসন। এরপর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে শাসকদল। এদিন পঞ্চায়েত অফিসে বিডিও অফিসের এক আধিকারিক উপস্থিতিতে ভোটাভুটি হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৬ জন সদস্য। প্রধান নিজে ও আর একজন সদস্য অনুপস্থিত ছিলেন। পঞ্চায়েতটির দখল নেয় তৃণমূল। প্রশাসনের নির্দেশে কয়েকদিন মধ্যে নয়া প্রধান নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে সাপে কামড়ে নাবালিকার মৃত্যু, 'প্রাণ ফেরা'র আশায় ভেলায় দেহ ভাসাল পরিবার

এদিকে যেদিন ছত্রী পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির, সেদিনই স্থানীয় চুনপাড়া প্রাথমিক স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল যোগ দিলেন উপ-প্রধান রাসমণি সোরেন। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন গোপিবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.