রাজ্য জুড়ে আইনশৃঙ্খলার অবনতি, বাঁকুড়ায় পুলিস সুপারের দফতর ঘেরাও বিজেপির

প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পুলিস সুপারের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তিনি। সোমবার অন্যান্য জায়গার মতো বাঁকুড়াতেও পুলিস সুপারের দফতর ঘেরাও করে বিজেপি।

Updated By: Jun 24, 2019, 12:30 PM IST
রাজ্য জুড়ে আইনশৃঙ্খলার অবনতি,  বাঁকুড়ায় পুলিস সুপারের দফতর ঘেরাও বিজেপির

নিজস্ব প্রতিবেদন:  রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। প্রতিবাদে বাঁকুড়ায় পুলিস সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। তৃণমূল নেতাদেরকে জনরোষের হাত থেকে রক্ষা করতে বারবার গুলি চালাচ্ছে পুলিস, এমনটাই অভিযোগ তুলেছেন বিজেপিনেতা দিলীপ ঘোষ। তারই প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পুলিস সুপারের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তিনি। সোমবার অন্যান্য জায়গার মতো বাঁকুড়াতেও পুলিস সুপারের দফতর ঘেরাও করে বিজেপি।

 

প্রসঙ্গত, শনিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার পাত্রসায়রের পরিস্থিতি। তৃণমূলের মিছিল ঘিরে বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২ বিজেপি সমর্থক-সহ মোট ৩ জন গুলিবিদ্ধ হন।

‘কাটমানি’ ফেরত্ চেয়ে তৃণমূল পঞ্চায়েত উপ প্রধানের বাড়ি ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

বিজেপির অভিযোগ, পুলিশ গুলি চালিয়েছে এবং গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি না হওয়া সত্ত্বেও গুলি চালিয়েছে। তৃণমূল নেতাদের অঙ্গুলিহেলনেই পুলিস কাজ করছে বলে অভিযোগ। সোমবার তারই প্রতিবাদে পুলিস সুপারের দফতর ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা।

.