ভোটের ফলাফল বেরতেই তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ ঘাটালে

অভিযোগ শুক্রবার ঘাটালের মনসুকা অঞ্চলে তৃণমূলের প্রধান কার্যালয় ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। 

Updated By: May 24, 2019, 02:35 PM IST
ভোটের ফলাফল বেরতেই তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ ঘাটালে

নিজস্ব প্রতিবেদন: কাঁকিনাড়া, ভাটপাড়া, সিতাই-এর পর ভোট পরবর্তী উত্তেজনা ঘাটালেও। অভিযোগ শুক্রবার ঘাটালের মনসুকা অঞ্চলে তৃণমূলের প্রধান কার্যালয় ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। সূত্রের খূর, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মনসুকার ঐ কার্যালয়ে তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর কাজ মিটিয়ে বাড়ি ফিরে যান তৃণমূল কর্মীরা। 

আরও পড়ুন: 'জয় শ্রী রাম' বলায় বিজেপি সমর্থককে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক 'মার'

জানা যাচ্ছে এরপরই এলাকায় চড়াও হয় বিজেপির কর্মীরা। ভাঙচুর চালানো দলীয় কার্যালয়ে। উল্লেখ্য, গতকাল ঘাটাল লোকসভায় জয়ী হয় তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী। তবে গতবারের তুলনায় অনেক কম ভোটে জয়ী হয়েছে সে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিনে এলাকায় সক্রিয় হয়েছে বিজেপি। বিরোধীদের অভিযোগ গতাকাল থেকেই বিজেপি কর্মীরা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঠিক কী কারণে অশান্তির উৎস তা এখনও জানা যায়নি।

চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

.