ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৭ম বেতন কমিশন লাগু করবে BJP: অমিত শাহ

এদিন মালদার হবিবপুরে বাইপাস ময়দানে অমিত শাহের সভা ছিল কানায় কানায় পূর্ণ। সেখানেই অমিত শাহ বলেন, 'বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কার্যকর করা হবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ।' রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

Updated By: Jan 22, 2019, 06:12 PM IST
ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৭ম বেতন কমিশন লাগু করবে BJP: অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: বিজেপি ক্ষমতায় এলেই ঘুচবে বেতন বৈষম্য। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়ার পাশে দাঁড়িয়ে মঙ্গলবার মালদায় স্পষ্ট জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। বললেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু করবে বিজেপি। মেটানো হবে ডিএ সংক্রান্ত যাবতীয় দাবি দাওয়াও। 

নির্বাচনে সাফল্য পেতে রাজ্য সরকারি কর্মচারীদের যে বড় ভূমিকা থাকে তা বিলক্ষণ জানা অমিত শাহের। আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংক্রান্ত ক্ষোভও অজানা নয় তাঁর। কেন্দ্র যেখানে বেশ কয়েকবছর আগেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনো পঞ্চম বেতন কমিশনের অধীন। ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ বেতন কমিশন গঠন করলেও এখনো সুপারিশ পেশ করেনি তারা। ফলে কেন্দ্রীয় কর্মচারীদের থেকে বেতনের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। 

তৃণমূল পোড়া ট্রান্সফরমার, ছুড়ে ফেলে দিন: অমিত

এদিন মালদার হবিবপুরে বাইপাস ময়দানে অমিত শাহের সভা ছিল কানায় কানায় পূর্ণ। সেখানেই অমিত শাহ বলেন, 'বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কার্যকর করা হবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ।' রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, 'রাজ্য সরকারি কর্মীদের ৪৯ শতাংশ ডিএ বাকি। কোথায় যাচ্ছে কর্মীদের বেতনের টাকা। সব খুঁজে বার করবে বিজেপি।'

বলে রাখি, রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভে জল ঢালতে ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতার হার বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফলে চলতি মাস থেকে মোট ১২৫ শতাংশ ডিএ পাবেন রাজ্যের কর্মচারীরা। তার মধ্যে রয়েছে ১০ শতাংশ ইন্টিরিম রিলিফও। তবে তাতে সন্তুষ্ট নয় কর্মী সংগঠনগুলি। তাদের দাবি, কেন্দ্রের সমান হারে বেতন দিতে হবে রাজ্যের কর্মচারীদেরও। 

.