পরিস্থিতি খতিয়ে দেখতে বসিরহাটে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

পরিস্থিতি খতিয়ে দেখছে বসিরহাট যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন, ওম মাথুর, মীনাক্ষি লেখি, সত্যপাল সিং। বসিরহাট ঘুরে তাঁরা রিপোর্ট দেবেন বিজেপি সভাপতি অমিত শাহকে।

Updated By: Jul 6, 2017, 10:34 PM IST
পরিস্থিতি খতিয়ে দেখতে বসিরহাটে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

ওয়েব ডেস্ক: পরিস্থিতি খতিয়ে দেখছে বসিরহাট যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন, ওম মাথুর, মীনাক্ষি লেখি, সত্যপাল সিং। বসিরহাট ঘুরে তাঁরা রিপোর্ট দেবেন বিজেপি সভাপতি অমিত শাহকে।

এদিকে, সম্প্রীতির সেই চেনা ছবিটা ফের বাদুড়িয়া জুড়ে। পাঁচ দিন পর আর পাঁচটা দিনের মত বাদুড়িয়া।যান চলাচল স্বাভাবিক। দোকান খুলেছে। হাট-বাজার জমজমাট। খোকন আর লতিফ এক সঙ্গে। গত কয়েক বছর ধরে ওরা তো এক সঙ্গেই ব্যবসা করেন। অশান্তির জেরে সেটা বন্ধ হতে বসেছিল। রোজ ফল কেনার ছুতোই দেশ-বিদেশের খবরাখবর আদান প্রদান করেন কাশিম মোল্লা আর বিশ্বনাথ হালদার। গত কয়েকদিন তো বাদুড়িয়ায় ছিল খবরের শিরোনামে। এতে কিন্তু মোটেই খুশি নন কাশিম আর বিশ্বনাথ। ছন্দ ফিরছে। আবার এক সঙ্গে পথচলা শুরু করেছে বাদুড়িয়া। শান্তিতেই। অশান্তিটা কে চায়! (আরও পড়ুন- উত্তর ২৪ পরগনায় সংঘর্ষে জখম ১ জনের মৃত্যু ঘিরে উত্তাল RG কর হাসপাতাল)

.