Indo Bangla Border | BSF: বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত বিএসএফ, এবার গুলি চলল সীমান্তে!
Indo Bangla Border | BSF: তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে।
![Indo Bangla Border | BSF: বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত বিএসএফ, এবার গুলি চলল সীমান্তে! Indo Bangla Border | BSF: বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত বিএসএফ, এবার গুলি চলল সীমান্তে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/05/519429-bsf.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ(BSF)!পাল্টা গুলিতে জখম এক পাচারকারীও। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে।
আরও পড়ুন: Howrah: সরকারি হাসপাতালে মদের আসর! ছড়িয়ে পড়ে বোতল-গ্লাস...
বিএসএফ সূত্রে খবর, তখন ভোর রাত। গঙ্গারাপুরের মল্লিকপুরে সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে পড়ে ৫ জন বাংলাদেশি দুষ্কৃতী। কবে? আজ, বুধবার। তাঁদের হাতে ছিল ধারালো অস্ত্র। এরপর যখন ওই দুষ্কৃতীরা কাঁটাতার কাটার চেষ্টা করেন, তখন ঘটনাটি নজরে পড়ে পারভেজ কুমার নামে কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের। বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাঁর উপর চড়াও হয় পাচারকারীরা। স্রেফ রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা নয়, ওই বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়।
বিএসএফ দাবি, আত্মরক্ষার জন্য়ই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালান পারভেজ। জখম হন এক বাংলাদেশির পাচারকারী। গুলি লাগে পায়ে। বাকিরা অবশ্য পালিয়ে যায়। এখন গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি আক্রান্ত বিএসএফ জওয়ান ও আহত পাচারকারীও।
আরও পড়ুন: Jalpaiguri: ছিঃ! স্কুল থেকে বাড়ি আনার পথে 'ভ্যানকাকু'-ই ৬ বছরের শিশুকে...
এর আগে, মালদহেও বিএসএফের উপর হামলা চালিয়েছিল বাংলাদেশি পাচারকারীরা। সেবার গভীর রাতে সীমান্তে কাছে পাচারকারীদের দেখতে পেয়ে বাধা দেন সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানরা। বিম টর্চ জ্বালিয়ে তাদের আটকানো চেষ্টা করা হয়। এরপরই ধারালো অস্ত্র বিএসএফ জওয়ানদের আক্রমণ করে সীমান্ত পারের পাচারকারীরা। একই ঘটনা ঘটেছে কোচবিহারে দিনহাটা সীমান্তেও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)