নির্মলার Budget 2021-এ বাংলার জন্য বরাদ্দে জোর, কী কী পেল রাজ্য?
জোর দেওয়া হল সড়ক ও রেলের উন্নয়নে।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। একুশের ভোটে বিজেপির টার্গেট বাংলা বিজয়। সেই লক্ষ্যপূরণে কোমরবেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক স্ট্যাটেজি তৈরি থেকে দফায় দফায় শীর্ষ নেতৃত্বের বাংলা সফর চলছে। এবার নির্মলার (Nirmala Sitharaman) বাজেটেও (Budget 2021) বাংলার (West Bengal) জন্য বরাদ্দ হল বড় রকমের একটা অংশ। জোর দেওয়া হল সড়ক ও রেলের উন্নয়নে।
আজ লোকসভায় বাজেট (Budget 2021) পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানালেন, পশ্চিমবঙ্গে (West Bengal) রাস্তা সংস্কারে জোর দিচ্ছে কেন্দ্র। বাংলায় রাস্তা তৈরিতে বরাদ্দ করা হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। ৬৭৫ কিমি রাস্তা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। একইসঙ্গে সংস্কার করা হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তাও। শুধু রাস্তা নয়, কেন্দ্রীয় বাজেটে রেলেও বাংলার জন্য থাকছে বরাদ্দ। নির্মলা সীতারমণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের খড়্গপুর থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত ফ্রেট করিডর নির্মাণ করা হবে। একইসঙ্গে, গোমড় থেকে ডানকুনি পর্যন্ত ২৭৪ কিমি রেলের ট্র্যাক তৈরি করা হবে। ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ করা হবে। কোচগুলির আধুনিকীকরণ করা হবে। এর সঙ্গেই বাংলা ও আসামের চা বাগানগুলিতে কর্মরত শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Over 13,000 km length of roads at a cost of Rs 3.3 lakh cr has already been awarded under Rs 5.35 lakh cr Bharatmala project of which 3,800 kms have been constructed. By March 2022 we'd be awarding another 8,500 & complete an additional 11,000 kms of National Highway Corridor: FM pic.twitter.com/B2umFTMLxC
— ANI (@ANI) February 1, 2021
Indian Railways has prepared a National Rail Plan for India 2030. The plan is to create a future-ready railways system by 2030 - bringing down logistic cost for industry is at the core of a strategy to enable Make in India: Finance Minister Nirmala Sitharaman#UnionBudget2021 pic.twitter.com/uswQjGjRHO
— ANI (@ANI) February 1, 2021
I am providing a record sum of Rs 1,10,055 crores for Railways of which Rs 1,07,100 crores is for Capital Expenditure only: Finance Minister Nirmala Sitharaman #UnionBudget pic.twitter.com/IzjquXzJon
— ANI (@ANI) February 1, 2021
আরও পড়ুন, Budget 2021 LIVE: 'বড় বন্দরগুলি এখন থেকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে'