প্রবল শক্তি নিয়ে গঙ্গাসাগরে ঢুকে পড়ল 'বুলবুল', শুরু তাণ্ডবলীলা
ঝড়ের গতিবেগ ১২০ কিলোমিটার। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত।
নিজস্ব প্রতিবেদন : প্রবল শক্তি নিয়ে গঙ্গাসাগরে ঢুকে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল। শুরু হয়ে গিয়েছে তাণ্ডবলীলা। ঝড়ের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে বাড়ি। চাল উড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায়। তবে পরিস্থিতি এখনও আয়ত্ত্বের মধ্যে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। এই মুহূর্তে ফ্রেজারগঞ্জে অবস্থান করছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল।
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই প্রায় দেড় লাখের বেশি মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ হাজার, উত্তর ২৪ পরগনায় ৪৩ হাজার, পূর্ব মেদিনীপুরে ৫৫ হাজার, পশ্চিম মেদিনীপুরে ১ হাজার, হুগলীতে ৯ হাজার ৪২৬ জন, হাওড়ায় ১০ হাজার ৪০০ জন, কলকাতায় ২ হাজার ৫০০ জনকে সরানো হয়েছে।
আরও পড়ুন, শুধু ASI-এর রিপোর্টে অযোধ্যার বিতর্কিত জমি কী করে রামলালার হল? প্রশ্ন তুললেন অশোক গঙ্গোপাধ্যায়
এদিন বিকালে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, অযথা আতঙ্ক ছড়াবেন না। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের তরফে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন।