ষষ্ঠ দফায় বাড়ল বাহিনী, তবু ১৯ শতাংশ বুথে থাকবে না আধাসেনা

এর আগে গত মঙ্গলবার উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন জানিয়েছিলেন, ষষ্ঠ দফায় এরাজ্যে মোতায়েন থাকবে ৬৮৩ কোম্পানি আধাসেনা। যার ফলে ৭৩ শতাংশ বুথে থাকবে আধাসেনার পাহারা।

Updated By: May 9, 2019, 12:01 PM IST
ষষ্ঠ দফায় বাড়ল বাহিনী, তবু ১৯ শতাংশ বুথে থাকবে না আধাসেনা

নিজস্ব প্রতিবেদন: ষষ্ঠ দফার ভোটগ্রহণে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। তবে তাতেও ১০০ শতাংশ কেন্দ্রে থাকবে না কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে। 

কমিশন সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে ৭১৩ কোম্পানি আধাসেনা। তবে তার মধ্যে ২৭ কোম্পানি থাকবে স্ট্রং রুমের পাহারায়। ফলে ৬৮৬ কোম্পানি থাকবে ভোটকেন্দ্রের নিরাপত্তায়। ষষ্ঠ দফায় এরাজ্যে মোট ১৫,৪২৮টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৮০.৭৭ শতাংশ বুথে আধাসেনার পাহারা থাকবে বলে জানা গিয়েছে। 

 

এর আগে গত মঙ্গলবার উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন জানিয়েছিলেন, ষষ্ঠ দফায় এরাজ্যে মোতায়েন থাকবে ৬৮৩ কোম্পানি আধাসেনা। যার ফলে ৭৩ শতাংশ বুথে থাকবে আধাসেনার পাহারা। তবে বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে নেবেন বলে জানিয়েছিলেন তিনি। 

ভোট যত এগোচ্ছে ততই বাংলায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পঞ্চম দফায় এরাজ্যে মোতায়েন ছিল ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাতেও বিক্ষিপ্ত হিংসা রোখা যায়নি। হুগলি, বারাকপুর, হাওড়া, বনগাঁর নানা জায়গা থেকে এসেছে বোমাবাজি ও বেনিয়মের খবর। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের আয়োজন করেছে কমিশন। 

.