চাকরি দেওয়ার নাম করে প্রতারণা

রমরমিয়েই চলছিল ব্যবসা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রতিশ্রুতি। 

Updated By: Jul 3, 2018, 06:37 PM IST
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা

নিজস্ব প্রতিবেদন: চাকরি দেবার নামে প্রতারণা। চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ মোটা অঙ্কের টাকাও তুলেছিল সংস্থাটি। কিন্তু শেষরক্ষা হয়নি। চাকরিপ্রার্থীদের   বিক্ষোভে পর্দাফাঁস প্রতারণাসংস্থার।  হাওড়ার বি গার্ডেন থানা এলাকার লালকুঠির ঘটনা। আটক সংস্থার দুই কর্মী।

আরও পড়ুন: বাড়িতে দরজায় টোকা দিতেই খুলে যায় দরজা, ফাঁকা বাড়িতে মেয়েকে যে অবস্থায় মা দেখলেন

রমরমিয়েই চলছিল ব্যবসা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রতিশ্রুতি। ভিড় বাড়ছিল চাকরিপ্রার্থীদের। মাস ছয়েক আগে এখানে একটি অফিস খোলা হয়। চাকরি দেওয়ার প্রাথমিক শর্ত কয়েকলক্ষ টাকা গচ্ছিত রাখতে হবে কোম্পানিতে। প্রতিশ্রুতি দেওয়ার পরেও চাকরি না মেলায় চাকরিপ্রার্থীদের সঙ্গে বচসাও চলছিল কোম্পানিটির। সোমবার লরিতে অফিসের মালপত্র তুলে পালিয়ে যাবার সময় এলাকার লোকজন ধরে ফেলে কোম্পানির কর্মীদের।

আরও পড়ুন: আট বছরের ছোট্ট ঋজুকে খুন করেছেন বৌদি, গার্ডেনরিচের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিস।বাসিন্দাদের অভিযোগ, আগাম  জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। যদিও সংস্থার কর্মীদের দাবি,তাঁরা এ বিষয়ে কিছুই জানেননা। ঘটনার পরেই তালা ঝোলানো হয়েছে ভুয়ো সংস্থায়।

.