জামবনিতে শোকস্তব্ধ গোটা গ্রাম, বাকরুদ্ধ কলকাতা পুলিসের নিহত কর্মী বিবেকানন্দের পরিবার

নিহত বিবেকানন্দের বাড়ি ঝাড়গ্রাম(Jhargram) জেলার জামবনির ছিচরা গ্রামে

Updated By: Jul 1, 2021, 06:04 PM IST
জামবনিতে শোকস্তব্ধ গোটা গ্রাম, বাকরুদ্ধ কলকাতা পুলিসের নিহত কর্মী বিবেকানন্দের পরিবার

নিজস্ব প্রতিবেদন: গ্রামের এক প্রাণবন্ত ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ জামবনির ছিচরা গ্রাম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ নিহত কলকাতা পুলিসের কর্মী বিবেকানন্দ দেবের পরিবার।

বৃহস্পতিবার সকালে ফোর্ট উইলিয়মের সামনে এক বাস দুর্ঘটনায় মারা যান কলকাতা পুলিসের রিজার্ভ ফোর্সের কর্মী বিবেকানন্দ দেব।

আরও পড়ুন-দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীর সঙ্গে রাজ্যপাল, জোড়া ছবি প্রকাশ করল TMC   

নিহত বিবেকানন্দের বাড়ি ঝাড়গ্রাম(Jhargram) জেলার জামবনির ছিচরা গ্রামে। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও একটি বাচ্চা। লকডাউনের জন্য স্কুল শিক্ষক স্ত্রী বেশ কিছুদিন কলকাতাতেই ছিলেন। সম্প্রতি ফিরেছেন  জামবনির শ্বশুর বাড়িতে। সকালে বিবেকানন্দের মৃত্যুর খবর আসার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই কেউ। আত্মীয়রা জানালেন, সবার বিপদে এগিয়ে আসতো। খুবই প্রাণবন্ত ছেলে ছিল বিবেকানন্দ।

আরও পড়ুন-'খামখেয়ালি লকডাউন, মানুষের স্বার্থে লোকাল ট্রেন চালান', রেলমন্ত্রীকে চিঠি Swapan-র 

উল্লেখ্য, আজ সকালে মেটিয়াব্রুজের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল মিনি বাসটি। ফোর্ট উইলিয়ামের(Fort William) সামনে যেখানে রেড রোড বন্ধ, সেখানে আইল্যান্ড দিয়ে পার্ক স্ট্রিটের দিকে ঘুরতে গিয়ে হটাৎ ব্রেক ফেল করে। ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে মিনিবাসটি। সঙ্গে বাইক আরোহীকেও ধাক্কা মারে। বাইক আরোহী বাসের তলায় ঢুকে যায়। এরপর ঘটনাস্থলে আসে পুলিস। বাইকে কেপি লেখা দেখে খোঁজ খবর শুরু হয়। জানা যায় নিহত বাইক আরোহী কলকাতা পুলিসের কর্মী। শেষপর্যন্ত ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে, তড়িঘড়ি ওই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.