রক্ষীমৃত্যুর তদন্তে ফের শুভেন্দুর বাড়িতে CID, নতুন করে ভিডিওগ্রাফি ও স্কেচ
শুভেন্দুর নিরাপত্তা রক্ষীর রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত করতে পৌঁছয় চারজনের সিআইডির দল।
নিজস্ব প্রতিবেদন: ফের শুভেন্দু অধিকারীর (Suvendu adhikari) বাড়িতে সিআইডি। শুভেন্দুর নিরাপত্তা রক্ষীর রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত করতে পৌঁছয় চারজনের CID দল। শুভেন্দু-নিবাস শান্তিকুঞ্জের লাগোয়া বাড়িতে যেখানে দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী থাকেতেন সেখানে নতুন করে তল্লাশি চালাচ্ছেন সিআইডি। নতুন করে ভিডিওগ্রাফি ও স্কেচ তৈরি করা হচ্ছে। নেওয়া হয় প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের বয়ানও।
এই বিষয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, ''তিন বছর আগেকার ঘটনা এখন আবার নতুন করে তদন্ত শুরু করতে হল কেন? তাহলে কী তখন সঠিক তদন্ত হয়নি!'' বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষ। তার বক্তব্য, তদন্ত তদন্তের মতো চলবে। মৃত্যুর এত বছর পর কেন সিআইডি তদন্তে নেমেছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দুও।
আরও পড়ুন, কোভিড বিধি উপেক্ষা করে 'নাইট পার্টি', শিলিগুড়িতে গ্রেফতার ৪১
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েই সম্প্রতি কাঁথিতে শুভেন্দু-নিবাস শান্তিকুঞ্জের লাগোয়া বাড়িতে যায় সিআইডি (CID)। এদিন সিআইডি-র দলের সঙ্গে সহযোগিতা করেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। গত পরশুও জেলা পুলিস দফতরে গিয়েছিলেন সিআইডির দল। সেখানে শুভব্রতর সঙ্গে যারা কাজ করতেন তাদের টানা ৭ ঘণ্টা জেরা করেন সিআইডি। তার পরিপ্রেক্ষিতেই আজ ফের শুভেন্দুর বাড়িতে তদন্তে আসেন তারা।
প্রসঙ্গত,প্রায় ২ বছর আগে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। ২০১৮ সালের ১৩ অক্টোবরের সেই মৃত্যু ঘটনায় তদন্তভার নিয়েছে সিআইডি।