পুরভোটের আগে উত্তপ্ত দুর্গাপুর; সিপিএম প্রার্থীর বাড়ির সামনে চলল গুলি

Updated By: Aug 3, 2017, 09:17 PM IST
পুরভোটের আগে উত্তপ্ত দুর্গাপুর; সিপিএম প্রার্থীর বাড়ির সামনে চলল গুলি
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পুরভোটের আগে উত্তপ্ত দুর্গাপুর। ২৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বাড়ির সামনে চলল গুলি। এই ঘটনা ঘিরে সিপিএম-তৃণমূল রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকে সরগরম দুর্গাপুরের MAMC-B2 এলাকা। সিপিএম প্রার্থী ধনঞ্জয় ভট্টাচার্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় একের পর এক গুলির খোল।

স্থানীয়দের দাবি, রাতেই গুলির শব্দ শোনা গিয়েছিল। পটকা বা অন্য কোনও বাজি ফেটেছে মনে করে বিষয়টিতে গুরুত্ব দেননি কেউই। সকালে সবার নজরে আসে এই গুলি-কাণ্ড। এ ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে বাম শিবির। সিপিএম প্রার্থীর দাবি, আগেও বহুবার তাঁকে হুমকি দেওয়া হয়েছে।\

আরও পড়ুন- আসানসোল পুর এলাকায় তৃণমূল বনাম তৃণমূল সংঘাত

আগামী তেরোই অগাস্ট দুর্গাপুরে পুরভোট। তার আগে সন্ত্রাসের অভিযোগে সরব সিপিএম শীর্ষ নেতৃত্বও। ভোট ঘিরে সরগরম দুর্গাপুরে, বিজেপিও সুর চড়িয়েছে। নিশানায় তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, সবটাই সিপিএমের নাটক।

ভোট দোড়গোড়ায়। তার আগে এদিনের গুলিকাণ্ডে উত্তেজনার পারদ চড়ল আরও কয়েকগুণ।

.