পিছন থেকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে কোনও ট্রাফিক ছিল না।
![পিছন থেকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের পিছন থেকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/22/164332-a-603.jpeg)
নিজস্ব প্রতিবেদন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের। মৃতের নাম ইমরান সর্দার। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
আরও পড়ুন, নগ্ন ছবি দেখিয়ে টানা ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ পুরকর্মীর!
জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পিসির সঙ্গে সাইকেলে করে বাড়ি ফিরছিল ইমরান। সেইসময় বারুইপুর বাইপাসের উপর পদ্মপুকুরের কাছে পিছন থেকে দ্রুত গতিতে আসা ট্রাক ধাক্কা মারে ইমরান সর্দারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমরানের। আহত হন ইমরানের সঙ্গে থাকা মহিলা।
আরও পড়ুন, দাবার নেশায় বাধ সাধে স্ত্রী, শ্বাসরোধ করে খুনের পর ঝুলিয়ে দিল স্বামী
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে বারুইপুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, ইমরান সর্দার মাদারহাট পপুলার অ্যাকাডেমির ছাত্র ছিল। বাড়ি বলরামপুরে। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
আরও পড়ুন, রাস্তার মধ্যেই আক্রমণ স্বামীর, নির্মম পরিণতি প্রাক্তন স্ত্রীর
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে কোনও ট্রাফিক ছিল না। ট্রাফিক না থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিস। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভস্থলে আসেন ডিসিপি ট্রাফিকও। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিস।