কয়লা কাণ্ডে প্রথম অভিযান ED-র, রাজ্যজুড়ে ১০ জায়গায় তল্লাশি

কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, হলদিয়া সহ ১০টি এলাকায় আজ তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Reported By: বিক্রম দাস | Updated By: Feb 12, 2021, 12:42 PM IST
কয়লা কাণ্ডে প্রথম অভিযান ED-র, রাজ্যজুড়ে ১০ জায়গায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদন : কয়লা কাণ্ডে সিবিআই-এর পর এবার তত্পর ইডিও। আজ কয়লা কাণ্ডে প্রথম অভিযানে নেমেছে ইডি। রাজ্যের ১০টি জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে ইডি। একদিকে সিবিআই, অন্যদিকে ইডি, সাঁড়াশির জোড়া ফলার চাপে এবার কয়লা কাণ্ডে অভিযুক্তরা।

কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, হলদিয়া সহ ১০টি এলাকায় আজ তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা কাণ্ডে টাকা কীভাবে পাচার হয়েছে? কোথা থেকে কোথায় গিয়েছে টাকা? তদন্তে তা খতিয়ে দেখছে ইডি। কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বাড়িতেও আজ হানা দিয়েছে ইডি। সিবিআই-এর পর এবার বিনয় মিশ্রের উপর নজর ইডি-রও। এর পাশাপাশি আরও এক ইস্পাত কারখানার মালিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।

অন্যদিকে, কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই-এর দায়ের করা এফআইআর বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল লালা। সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাসি ২৩ মার্চের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন, 'বাস কেন চলবে আজকে?', জোর করে আটকানোর চেষ্টা মৌলালি মোড়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

.