Bengal Weather Update: হি হি করে কাঁপছে বাংলা! পাহাড়ে ২.৮, পুরুলিয়ায় ৭! বিদায়লগ্নেও চালিয়ে ব্যাট করছে মাঘের শীত...

Bengal Winter Update: এসে গেল বিকেলের আবহাওয়া। শীত এবার বিদায়ী, তবে এখনও সে চালিয়ে ব্যাট করছে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস। আর তাপমাত্রা?

Updated By: Jan 21, 2025, 08:47 PM IST
Bengal Weather Update: হি হি করে কাঁপছে বাংলা! পাহাড়ে ২.৮, পুরুলিয়ায় ৭! বিদায়লগ্নেও চালিয়ে ব্যাট করছে মাঘের শীত...

অয়ন ঘোষাল: এসে গেল মঙ্গলবার বিকেলের আবহাওয়া। জানা গেল শীত এবার বিদায়ী, তবে এখনও সে চালিয়ে ব্যাট করছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাতও!

আরও পড়ুন: Gautam Adani in MahaKumbh | Prayagraj: মহাকুম্ভে রাঁধলেন ভোগ, বিলি করলেন মহাপ্রসাদ! প্রয়াগরাজে এসে বিস্মিত গৌতম...

আগামীকাল বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রাও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমি ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌ ফের ২৬ জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রা ফের কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আগামীকাল বুধবার ফের কুয়াশার দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী দুই দিন মালদা দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। তার পরের দিন ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।

দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ-সংলগ্ন জেলাগুলিতে। কাল দক্ষিণবঙ্গের নয় জেলা ও ২৩ জানুয়ারি ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে বেশি। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট 
কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায়। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে দু- এক জায়গায়।

আরও পড়ুন: Harry Potter in MahaKumbh | Prayagraj: মহাকুম্ভে হ্যারি পটার? উপন্যাসের পাতা থেকে উড়ে এসে প্রয়াগরাজে জাদুকর...

শীতের বিদায় লগ্ন আসন্ন। তবে তার আগে শীতের আমেজ গোটা রাজ্যে। দেখে নেওয়া যাক সর্বনিম্ন তাপমাত্রার ঝলক:

দার্জিলিং উঁচু পার্বত্য ২.৮
দার্জিলিং নিচু পার্বত্য ৫.৮
আলিপুরদুয়ার  ৯
পুরুলিয়া  ৭.১
কলকাতা আলিপুর  ১৪.৮
কলকাতা দমদম  ১৩.৮
কলকাতা সল্টলেক  ১৫.১
হাওড়া  ১২
উলুবেড়িয়া  ১৩
দিঘা  ১৪
কৃষ্ণনগর  ১২.৬
বাঁকুড়া  ১৩.১
হুগলি  ১৪.৫
কাঁথি  ১৪.৯
বর্ধমান পূর্ব  ১২.৪
পানাগড়  ১২.২
আসানসোল  ১২.৮
কল্যাণী  ১০
বারাকপুর  ১২
মালদা  ১৪.৪

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.