Bengal Weather Update: ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা? বাধা উত্তুরে হাওয়ায়, উধাও হবে শীত!
Bengal Winter Update: এসে গেল আবহাওয়ার খবর। জেনে নিন, কেমন থাকবে আগামী কাল ও তার পরের কয়েক দিনের আবহাওয়া।
অয়ন ঘোষাল: এসে গেল শুক্রবারের বিকেলের আবহাওয়ার খবর। আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে ৫ হালকা থেকে মাঝারি কুয়াশা। পূর্বাঞ্চলীয় আবহাওয়ার অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন কেমন থাকবে আগামী কাল ও তার পরের কয়েক দিনের আবহাওয়া। দিনভর পরিস্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হরিয়ানা এবং কেরল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার, ১৮ই জানুয়ারি। পরের পশ্চিমী ঝঞ্ঝা ২২শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
আরও পড়ুন: নাবালক ভাইপোর সঙ্গে বেলাগাম যৌনতা! কাকিমার কুকীর্তি...
দক্ষিণবঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাঁধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪-৫ দিন একই রকম থাকবে।
হালকা কুয়াশা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে।
আরও পড়ুন: জন্মদিনেই ন্যায়বিচার! গুড়াপ শিশু ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা বর্বরের...
দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।। আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)