অপরাধীদের না ধরে কেন আক্রান্তদের হেনস্থা করছে পুলিস? প্রতিবাদে তুমুল বিক্ষোভ

অপরাধীদের গ্রেফতার না করে আক্রান্তদেরই গ্রেফতারের অভিযোগ পুলিসের বিরুদ্ধে। প্রতিবাদে তুমুল বিক্ষোভ বাসিন্দাদের। উত্তরপাড়ার ভদ্রকালী মহিলা ক্যাম্পের ঘটনা।

Updated By: Jan 2, 2018, 08:48 AM IST
অপরাধীদের না ধরে কেন আক্রান্তদের হেনস্থা করছে পুলিস? প্রতিবাদে তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: অপরাধীদের গ্রেফতার না করে আক্রান্তদেরই গ্রেফতারের অভিযোগ পুলিসের বিরুদ্ধে। প্রতিবাদে তুমুল বিক্ষোভ বাসিন্দাদের। উত্তরপাড়ার ভদ্রকালী মহিলা ক্যাম্পের ঘটনা।

শুক্রবার রাতে প্রসূন দে নামে এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম হন ওই যুবক। সোমবার হাসপাতাল থেকে যুবক বাড়ি ফেরার পরেই তাকে গ্রেফতার করে উত্তর পাড়া থানার পুলিস। গ্রেফতার করা হয় যুবকের জামাই বাবু সহ আরও তিনজনকে।

আরও পড়ুন : সন্দেহের বশে স্ত্রীর গলায় ছুরির কোপ স্বামীর

এই ঘটনার পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌছন উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অন্যান্য কাউন্সিলররা। তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুরসভার চেয়ারম্যান। এরপরেই পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বাসিন্দাদের প্রশ্ন, অপরাধীদের না ধরে কেন নিরপরাধ মানুষদের এভাবে হেনস্থা করছে পুলিস?

আরও পড়ুন : তেলের ট্যাঙ্কারের সঙ্গে মারুতির সংঘর্ষ, ঘটনায় ব্যাপক উত্তেজনা ৬০ নম্বর জাতীয় সড়কে

.