তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে মালদায় নির্বাচনী প্রচার নাকচ ইশা খান চৌধুরীর
তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। ভোট প্রচারে বাধা ও কর্মিসভাতে হামলা করছে, চেষ্টা করছে সভা বানচালের।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নির্বাচনী প্রচার বন্ধ করল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। ভোট প্রচারে বাধা ও কর্মিসভাতে হামলা করছে, চেষ্টা করছে সভা বানচালের। এমনই অভিযোগ তুলে ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে ইশা খান চৌধুরী।
আরও পড়ুন: সব্যসাচীর অনুগামীদের মারধরের অভিযোগ দলেরই বিরুদ্ধে
কংগ্রেস প্রার্থীর অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছে বিজেপিও। দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়ে নজরদারি করছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কর্মিসভা ও মিটিং মিছিলে অজ্ঞাতদের পাঠিয়ে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি শ্রীরূপা মিত্র চৌধুরীর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এ প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর জানান "নিচের তলার মাটি সরে যাওয়ায় এমন অভিযোগ করছে বিরোধীরা।" তবে জেলা জুড়ে নির্বাচনী উত্তাপে গরম হয়ে রয়েছে পরিবেশ।