Jagannath Temple in Digha: অক্ষয় তৃতীয়ায় ভূমিপুজো; দিঘায় শুরু মন্দির তৈরির কাজ

পুরীর আদলে জগন্নাথ মন্দির এবার দিঘাতেই।

Updated By: May 3, 2022, 10:42 PM IST
 Jagannath Temple in Digha: অক্ষয় তৃতীয়ায় ভূমিপুজো; দিঘায় শুরু মন্দির তৈরির কাজ

নিজস্ব প্রতিবেদন: আর বেশি দেরি নেই। '২০২২-২০২৩ সালের মধ্যেই দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শেষ হবে যাবে', জানালেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। নারকেল ফাটিয়ে মন্দিরের ভূমিপুজো করলেন অক্ষয় তৃতীয়ায়।

২০১৯ সালে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে দিঘায় গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। প্রস্তাবিত মন্দিরের নকশা দেখিয়ে ঘোষণা করেছিলেন, পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করা হবে দিঘায়। সৈকতশহর হয়ে উঠবে ধর্মীয় পর্যটনকেন্দ্র। প্রথম পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে। শেষপর্যন্ত জমি-জটে কাজ আর এগোয়নি।

আরও পড়ুন: মোটা টাকার টোপ দিয়ে দিঘার হোটেলে রমরমিয়ে মধুচক্র! হাতেনাতে গ্রেফতার ম্যানেজার সহ ৮ যুবক-যুবতী

এখন জায়গা বদলে গিয়েছে। নিউ দিঘার অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। জমির পরিমাণ ২২ একর। প্রথম পর্যায়ে ০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ইতিমধ্যেই প্রস্তাবিত মন্দিরের জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এদিন অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে নারকেল ফাটিয়ে মন্দিরের ভূমিপুজো করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র-সহ আরও অনেকে।

আরও পড়ুন: পুলিসের চোখে নুন-লঙ্কার গুঁড়ো ছেটায় ব্যবসায়ী দম্পতি, গ্রেফতার স্বামী-স্ত্রী

মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দিঘায় আসার কথা রয়েছে। দিঘা, তাজপুর ও মন্দারমণিতে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তখন জগন্নাথ মন্দিরের কাজও পরিদর্শন করবেন। উচ্চতা-সহ পুরীর জগন্নাথ মন্দিরের যাবতীয় পরিকাঠামো তৈরি করা হবে ২২ একর জমিতে। শুধু তাই নয়, যে জায়গায় আগে মন্দির হওয়ার কথা ছিল, ওল্ড দিঘার সেই জগন্নাথ ঘাটটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে তৈরি করা যায় কিনা, সে বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.