পরিযায়ী ফেরাতেই বাড়ছে সংক্রমণ, রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৮০০ ছাড়াল

নবান্ন ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরায় যেমন করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ফলে তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও।

Reported By: সুতপা সেন | Updated By: Jun 2, 2020, 07:20 PM IST
পরিযায়ী ফেরাতেই বাড়ছে সংক্রমণ, রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৮০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। এবার তা ৮০০ পেরিয়ে গেল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে সব জেলার কনটেইনমেন্ট জোন যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ৮২০-রও বেশি। নবান্ন ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরায় যেমন করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ফলে তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও।

আরও পড়ুন: ভোর সাড়ে ৫টায় নৈহাটি থেকে বেরিয়ে সেক্টর ফাইভ! শহরে বাস ভোগান্তি শিকার অফিসযাত্রীরা

জানা গিয়েছে, শুধু কলকাতাতেই ৩৫১টি কনটেনমন্ট জোন রয়েছে। উত্তর ২৪ পরগনায় রয়েছে ১৪৪ টি কনটেনমেন্ট জোন, হাওড়ায় সংখ্যাটি ৭৬। উল্লেখ্য কিছুদিন আগে জানানো হয়েছিল, রাজ্যে এই মুহূর্তে একটিমাত্র জেলাই গ্রিন জোনে রয়েছে। বাকি সব জেলাতেই কনটেইনমেন্ট জোন রয়েছে। গতরাতে প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৭৭২ জন, মৃতের সংখ্যা ২৫৩।

.