দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ লকডাউন বারাসতে
আপাতত সাতদিন দেখার পর লকডাউন নিয়ে পরবর্তি পদক্ষেপ ঘোষণা করা হবে
![দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ লকডাউন বারাসতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ লকডাউন বারাসতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/14/261571-3.gif)
নিজস্ব প্রতিবেদন: কলকাতার পরেই করোনা সংক্রমণের তীব্রতা উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি। সোমবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫,৯৯২ জন। মৃত্যু হয়েছে ১৭২ জনের। বারাসাতেও পরিস্থিতি ভালো নয়। একথা মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের পথে যাচ্ছে বারাসাত।
আরও পড়ুন-বুধবার প্রকাশিত হবে CBSE-র দশম শ্রেণির ফলাফল, কোন ওয়েবসাইট থেকে জানা যাবে দেখে নিন
মঙ্গলবার বারাসাত পুর এলাকায় করোনা সংক্রমণ নিয়ে প্রশাসনের উদ্যোগ একটি সর্বদল বৈঠক হয়। সেখানেই ঠিক হয়েছে বৃহস্পতিবার থেকে বারাসাত পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন করা হবে। এনিয়ে পুলিসকে অত্যন্ত কড়া ভাবে লকডাউন লাগু করতে বলা হয়েছে।
আরও পড়ুন-অবশেষে কড়া সিদ্ধান্ত, উপ মুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে বরখাস্ত সচিন পাইলট
পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে সকালের দিকে কিছু নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও পরিষেবা খোলা থাকবে কিছুক্ষণের জন্য। তারপর তা বন্ধ হয়ে যাবে। খোলা থাকবে আপাতকালীন পরিষেবা। তবে দোকান খোলা থাকলেও করোনা স্বাস্থ্য বিধি মেনেই বাইরে বের হতে হবে। দিনের অন্যান্য সময়, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আপাতত সাতদিন দেখার পর লকডাউন নিয়ে পরবর্তি পদক্ষেপ ঘোষণা করা হবে।