করোনা আতঙ্কে বন্ধ মতুয়া ঠাকুরবাড়ি থেক তারকেশ্বরের গাজন, সব মেলা

বাংলাদেশ ও আরব থেকে এই মেলায় লোক আসেন তাই কোনও ঝুঁকি না নিয়ে মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেলা কমিটি। 

Updated By: Mar 17, 2020, 07:03 PM IST
করোনা আতঙ্কে বন্ধ মতুয়া ঠাকুরবাড়ি থেক তারকেশ্বরের গাজন, সব মেলা

নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কের জের মেলাতেও। রাজ্যের অন্যতম জনপ্রিয় মেলা মতুয়া মহাসঙ্ঘের বারুণীর মেলা এবার হচ্ছে না। আদালতের নির্দেশেই মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঠাকুরবাড়ি কর্তৃপক্ষ। বন্ধ রাখা হচ্ছে তারকেশ্বরের গাজন মেলা ও অগ্রদ্বীপের গোপীনাথ মেলাও ।

করোনার আতঙ্ক ছড়াচ্ছে। স্কুল,কলেজ বন্ধ হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এবার মেলাতেও করোনা এফেক্ট।  রাজ্যের অন্যতম জনপ্রিয় মেলা ঠাকুরনগরের বারুণীর মেলা। ২২ মার্চ থেকে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মেলা শুরুর কথা ছিল।  করোনা আতঙ্কে  গ্রামবাসীরাই প্রথমে মেলায় আপত্তি তোলে। আতঙ্ক গড়ায় আদালতে। মতুয়া মেলা বন্ধ করতে গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়েছে হাইকোর্ট।  ঠাকুরবাড়ির দুই পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

এরপরেই  অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন করোনার জেরে ভক্তদের কথা ভেবে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে পূজা অর্চনা করা হবে , কিন্তু মেলা হচ্ছে না এবছর। উল্লেখ্য, গতবার ২২ লাখ লোক হয়েছিল এই মেলায়। শুধু বারুণীর মেলা নয়, করোনা ভাইরাস আতঙ্কের জেরে তারকেশ্বরের গাজন মেলা বন্ধ রাখার সিন্ধান্তও নেওয়া হয়েছে। 

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গে সবাই কখনও না কখনও গোমূত্র খেয়েছে', সংসদে দাঁড়িয়ে জোর সওয়াল দিলীপের

রাজ্যের আরও এক অন্যতম জনপ্রিয় মেলা অগ্রদ্বীপের গোপীনাথের মেলা। বৃহস্পতিবার থেকেই ওই মেলা শুরুর কথা ছিল। করোনা আতঙ্কের জেরে এই মেলা বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে কাটোয়া মহকুমা প্রশাসন। একইভাবে বন্ধ হয়ে গেল বীরভূমের পাথরচাপরির মেলা। বাংলাদেশ ও আরব থেকে এই মেলায় লোক আসেন তাই কোনও ঝুঁকি না নিয়ে মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেলা কমিটি। 

.