গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেনের সঙ্কট! হাসপাতালে ৮০ জন করোনা রোগী
গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট। হাসপাতালে ৮০ জনের অধিক করোনা রোগী রয়েছেন বলেই জানা যাচ্ছে।
নিজস্ব প্রতিনিধি: গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেনের সঙ্কটের খবর রীতিমতো নাড়িয়ে দিয়েছে শহর কলকাতাকে। হাসপাতালে ৯০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন, যাঁদের সকলেরই প্রয়োজন অক্সিজেনের। সোমবার সন্ধ্যায় রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠে যায় গড়িয়ার এই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, তাদের কাছে যা অক্সিজেন মজুত, আছে তা দিয়ে মেরেকেটে আর কয়েক ঘণ্টা চলতে পারে। ডাক্তাররা জানান যে, তাঁরা অনেক চেষ্টা করেও অক্সিজেন সিলিন্ডার রিফিল করাতে পারেননি।অবশেষে স্বস্তির সংবাদ নিয়ে আসে কলকাতা পুলিশ। লালবাজার থেকে ৯টি সিলেন্ডার পাঠানো হয় হাসপাতালে। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা থেকে রেমেডিতে অক্সিজেন পাঠানোর কথা চলছে। আর এর ফলে কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা। এদিন সকাল থেকেই রেমেডি হাসপাতালে অক্সিজেনের ভয়ঙ্কর ঘাটতি দেখা যায়। মুমূর্ষ রোগীরা থাকায় ত্রাহি ত্রাহি রব উঠেছে হাসপাতালে। রোগীর পরিবারের ক্ষোভের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক হয়ে গিয়েছিল। কিন্তু আপাতত কিছুটা হলেও বিপন্মুক্ত রেমেডি।