মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু আনলক ৪, সেপ্টেম্বরে ৩ দিন সম্পূর্ণ লকডাউন রাজ্যে
ওই লকডাউনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে আনলক ৪.০। সাত সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে খুলছে মেট্রো। এরমধ্যেই পূর্ব ঘোষণা মতো সেপ্টেম্বর মাসে রাজ্যে হচ্ছে তিন দিন সম্পূর্ণ লকডাউন।
ওই লকডাউনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যে ৩ দিন রাজ্যে লকডাউন হবে সেগুলি হল ৭ সেপ্টেম্বর সোমবার, ১১ সেপ্টেম্বর শুক্রবার ও ১২ সেপ্টেম্বর শনিবার।
আরও পড়ুন-প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করেনি লাল ফৌজ! উল্টো সুর বেজিংয়ের
সোমবার নবান্ন-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আরও একমাস বাড়ানো হল। পাশাপাশি ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে-
৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে
স্কুল, আইসিডিএস সেন্টার, কলেজ, ট্রেনিং ইনস্টিটিউট, সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক। জমায়েত সম্পর্কিত পূর্ববর্তি নির্দেশিকা বজায় থাকবে।
যা খুলবে
কনটেনমেন্ট জোনের বাইরে ২১ সেপ্টেম্বর খুলবে ওপেন এয়ার থিয়েটার।
আরও পড়ুন- মঙ্গলবার JEE পরীক্ষার্থীদের জন্য বাস চালাবে বিজেপি
লকডাউনের ৩ দিন
ওই তিন দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, লোকাল ট্রেন, সরকারি, বেসরকারি অফিস।
লকডাউনে ছাড়
স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধের দোকান, দমকল, আদালত, জল, বিদ্যুত্, কৃষিকাজ, চা বাগান, পণ্য চলাচল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, খাবারের হোম ডেলিভারি।