নিজস্ব প্রতিবেদন : তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। ৯টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরের।

আরও পড়ুন, অধরা সচিন, রবিবার থেকে পুরোপুরি খুলতে পারে সাফারি

বহরমপুর থানার অন্তর্গত নগরাজোল গ্রাম। সেই গ্রাম থেকেই উদ্ধার করা হয় ৯টি তাজা বোমা। এই ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নগরাজোল গ্রামে সরষের একটি ক্ষেত রয়েছে। সেই সরষের ক্ষেতের মধ্যেই পড়েছিল বোমাগুলি।

আরও পড়ুন, ফোনে ওটিপি বলতেই গৃহবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ হাজার টাকা!

এদিন সকালে ক্ষেতের মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বোমা পড়ে থাকার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বোমা দেখতে ভিড় জমান বহু মানুষ। বোমা উদ্ধার হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম স্কোয়াড। ৯টি তাজা বোমা উদ্ধার করে তারা।

আরও পড়ুন, দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার রাস্তা থেকে

বোমাগুলি উদ্ধারের পর সেগুলি নিষ্ক্রিয় করা হয়। গোটা ঘটনায় গ্রামজুড়ে উৎকণ্ঠা ছড়িয়েছে। কীভাবে বোমাগুলি ওই এলাকায় এল? কারা রাখল বোমাগুলি? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

English Title: 
Crude bomb recovered from field in Murshidabad
News Source: 
Home Title: 

সরষের ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা, চাঞ্চল্য

সরষের ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা, চাঞ্চল্য
Yes
Is Blog?: 
No
Section: