দমকা হাওয়ার সঙ্গে নাগাড়ে বৃষ্টি, ফণির আশঙ্কায় রাত জাগল গোটা দক্ষিণবঙ্গ

যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার গোটা রাত পরিস্থিতির ওপর নজরদারি চালান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় বসে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। 

Updated By: May 4, 2019, 06:27 AM IST
দমকা হাওয়ার সঙ্গে নাগাড়ে বৃষ্টি, ফণির আশঙ্কায় রাত জাগল গোটা দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিবেদন: কলকাতাকে পাশ কাটিয়ে চলে গেল ফেণি। শক্তি হারানোয় বৃষ্টি হলেও সারা রাতে জেলা থেকেও ক্ষয়ক্ষতির খবর তেমন মেলেনি। ওদিকে দুর্যোগ মোকাবিলায় সারা রাত জেগে পরিস্থিতির ওপর নজরদারি চালালেন কলকাতা ও বিধাননগরের মেয়র, দমকল মন্ত্রী। রাত জাগলেন আবহাওয়া অধিকর্তাও। 

 

শুক্রবার রাতে ফণির তাণ্ডবের আশঙ্কায় দম বন্ধ করে ছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গ। রাতে পশ্চিম মেদিনীপুর দিয়ে এরাজ্যে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। ততক্ষণে অবশ্য ফণি শক্তি হারিয়েছিল। এর পর ক্রমশ উত্তরপূর্ব দিকে এগোতে থাকে ঝড়টি। 

যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার গোটা রাত পরিস্থিতির ওপর নজরদারি চালান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় বসে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষও। 

একই ভাবে পরিস্থিতির ওপর নজরদারি চালান বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তও। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। রাতে কলকাতা পুরসভায় গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকও করেন সব্যসাচী। রাত জাগেন দমকল মন্ত্রী সুজিত বসুও। 

ফণির 'ছোবলে' প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন, বিপর্যস্ত ওডিশা

আলিপুর আবহাওয়া দফতরে গভীর রাত পর্যন্ত পরিস্থিতির ওপর নজরদারি করতে দেখা যায় অধিকর্তা এস বন্দ্যোপাধ্যায়কে। 

 

Tags:
.