একই রাতে বনগাঁয় গ্রেফতার ৫ দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্র

ধৃতরা প্রত্যেকেই বনগাঁর বাসিন্দা। জেরায় জানা গিয়েছে, বনগাঁতেই ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল তারা। 

Updated By: Dec 11, 2018, 05:41 PM IST
একই রাতে বনগাঁয় গ্রেফতার ৫ দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্র

নিজস্ব প্রতিবেদন: ডাকাতির আগেই ছক বানচাল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। সোমবার রাতে বনগাঁর আপনজন মাঠ এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ টি তাজা বোমা, ভোজালি ও ধারালো অস্ত্র।

আরও পড়ুন: বন্ধুর সঙ্গে নিউ দিঘায় বেরাতে গিয়ে হোটেলে অস্বাভাবিক মৃত্যু পর্যটকের

পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুজয় হালদার, তারক পোদ্দার, অভিজিত্ কীর্তনিয়া, খুরশিদ আলি মণ্ডল। ধৃতরা প্রত্যেকেই বনগাঁর বাসিন্দা। জেরায় জানা গিয়েছে, বনগাঁতেই ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল তারা। এদিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

অন্যদিকে, ১১ টি  কার্তুজ ও তিনটি আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম গৌতম বিশ্বাস। অভিযুক্তের বাড়ি বনগাঁর গোলক নগর এলাকায়। সোমবার রাতে সেখান থেকেই অস্ত্র ও কার্তুজসহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিস জানিয়েছে, তিন বছর আগে বনগাঁ সুভাষপল্লি এলাকায় খুন হন বিন্দু বকসি নামে এক ব্যক্তি। সেই ঘটনায় গৌতম বিশ্বাসের নাম উঠে আসে। খুনের অভিযোগে এর আগে জেলও খেটেছে সে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও দুষ্কর্মে জড়িয়ে পড়ে সে।

.