Daihat Municipality: চাকরির টোপ দিয়ে তরুণীকে কুপ্রস্তাব, ভাইরাল পুরপ্রধানের অডিয়ো-ভিডিয়ো ক্লিপ
পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এইমাত্র অডিয়ো ক্লিপিংসটা শুনলাম। তদন্ত করে যা করার তা দল করবে। বিজেপির রাজ্যে ওবিসি মোর্চার সহ-সভানেত্রী বিনীতা বড়াল জানান, মহিলাদের অপমান করা তৃণমূলের চরিত্র। এর পেছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তি হোক।
সন্দীপ ঘোষ চৌধুরী: চাকরির দেওয়ার নামে তরুণীকে কুপ্রস্তাব। ভাইরাল হল পুরপ্রধানের অডিয়ো-ভিডিয়ো ক্লিপ। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে কাটোয়ার দাঁইহাট পুরসভায়। যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা। চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে ফোনে অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দাঁইহাট পুরসভার পুরপ্রধান শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে।
আরও পড়ুন-বিশ্বাস, এখানে দেবীকে পুজো করলেন স্বয়ং দেবীই! কোথায় ঘটল এমন আশ্চর্য অলৌকিক?
কী বলেছেন ওই পুরপ্রধান? অডিয়ো ক্লিপ অনুয়ায়ী এক তরুণীতে তিনি বিশেষ পোষাক পরে কৃষ্ণনগরের একটি বেসরকারি লজে আসার কথা বলছেন তিনি। চাকরির আশায় পুরপ্রধানের অশ্লীল প্রস্তাবে রাজী হন ওই তরুণী। অডিয়ো ক্লিপে শিশির মণ্ডলকে এক তরুণীর উদ্দেশ্য বলতে শোনা গিয়েছে, তুই আমাকে খুশি করবি। তোকে সবকিছু দেব।
অডিয়ো ক্লিপের ওই গলা তাঁর নয় বলে দাবি করেছেন শিশির মণ্ডল। ভিডিয়োর ব্যাপারে তাঁর বক্তব্য, তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করার জন্য এসব করা হচ্ছে। এটা বিরোধীদের সুপরিকল্পিত চক্রান্ত। গোটা বিষয়টি পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ রাজ্য নেতৃত্বকে জানাব। এছাড়াও সাইবার থানাতেও এনিয়ে অভিযোগ করব। এই ধরনের কোনো অশালীন কাজ করিনি।
শিশির মণ্ডল গোটা ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করলেও এলাকার সিপিএম নেতা অনিন্দ্য মণ্ডল বলেন, শিশির মণ্ডলের চরিত্রই এরকম। এর আগেও দাঁইইহাটের বহু মহিলাকে এরকম প্রস্তাব দিয়েছেন। এটা নতুন কিছু নয়। দাঁইহাটের মানুষ হিসেবে ওর জন্য লজ্জা হয়।
বিজেপির রাজ্যে ওবিসি মোর্চার সহ-সভানেত্রী বিনীতা বড়াল জানান, মহিলাদের অপমান করা তৃণমূলের চরিত্র। এর পেছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তি হোক।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এইমাত্র অডিয়ো ক্লিপিংসটা শুনলাম। তদন্ত করে যা করার তা দল করবে।
২০০০ সালে প্রথম দাঁইহাট পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন শিশির মণ্ডল। ২০১৫ সালে দাইঁহাট পুরসভায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে বিরোধী দলনেতা হিসেবে বসেন। ২০১৮ সালে অনাস্থা প্রস্তাব এনে তৎকালীন পুরবোর্ডের পতন ঘটিয়ে দাইঁহাট পুরপ্রধান হিসেবে পুরসভার দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে পুরনির্বাচনে জয়লাভ করে পুনরায় দাইঁহাটের পুরপ্রধান নির্বাচিত হন। অন্য দিকে অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত শিশির কুমার মন্ডল।