Guillain Barre Death: বাংলায় ফের গিয়ান বার সিনড্রোমে মৃত্যু! এবার শিকার মুর্শিদাবাদের যুবক...

Guillain Barre Death: তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত জি বি সিনড্রোমেই ভর্তি হয়েছিলেন তিনি। কীভাবে নির্ণয় করা যায় তা স্নায়ুরোগ বিশেষজ্ঞদের কাজে জানতে চাওয়া হয়েছিল।

Updated By: Feb 22, 2025, 04:20 PM IST
Guillain Barre Death: বাংলায় ফের গিয়ান বার সিনড্রোমে মৃত্যু! এবার শিকার মুর্শিদাবাদের যুবক...

অয়ন শর্মা: ফের গিয়ান বার সিনড্রোমে মৃত্যু রাজ্যে। মৃত্যু হয়েছে এক যুবকের। এই বিরল স্নায়ুরোগে শিকার মুর্শিদাবাদের এক যুবক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জি বি সিন্ড্রোম-এ আক্রান্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই যুবকের। জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। মুর্শিদাবাদ জেলার সুতির বাসিন্দা খইরুল শেখ নামে ওই যুবক। ২২ বছর বয়স। গত ২১ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়েছে। ৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। 

আরও পড়ুন: মৃত্যুর চেষ্টা ব্যর্থ! এবার পুলিসি হেফাজতে ট্যাংরার ২ ভাই? নাবালক ছেলের ভবিষ্যৎ কী?

গত ১৫ ফেব্রুয়ারিতে ভর্তি করা হয়। তিনি  গিয়ান বার সিনড্রোমে আক্রান্ত ছিলেন। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত জি বি সিনড্রোমেই ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল গভীর রাতে মৃত্যু হয় তাঁর। নার্ভের সমস্যা নিয়েই সে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ই সি জি টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন তিনি। কাজ করতে করতেই নার্ভের সমস্যায় ভর্তি হয়েছিল সে। অবস্থার অবনতি শেষ ২-৩ দিন খুব খারাপ হয়ে গিয়েছিল ফলে লাইফ সাপোর্ট সিস্টেমে তাঁকে রাখতে হয়েছিল। 

আরও পড়ুন:  হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে বড় ভাই প্রণয় ও নাবালক ছেলে! ছোটভাই প্রসূনের অবস্থা...

ইতিমধ্যেই প্রাণঘাতী গিয়ান বার সিন্ড্রোম নিয়ে তৎপরতা দেখিয়েছে স্বাস্থ্য় দফতর। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতেই বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের শিশুরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। সেখানে বলা হয়েছিল গিয়ান বার আক্রান্তদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তার আপডেট স্বাস্থ্যভবনকে দিতে হবে। আগে থেকে এই রোগে কীভাবে নির্ণয় করা যায় তা স্নায়ুরোগ বিশেষজ্ঞদের কাজে জানতে চাওয়া হয়েছিল।

শিশুদের জন্য ২টি ও বড়দের জন্য ২ বেড যেন নির্দিষ্ট থাকে। এই রোগের চিকিত্সায় যে ইন্টারভেনাস ইমিউনো গ্লোবিউলিন ইঞ্জকশন দেওয়া হয় এবং প্লাজমা থেরাপি ব্যবহার করা হয়। অযথা যেন ওই দুই পদক্ষেপ করা না হয় তা বলে হয়েছিল। যে রোগীর ক্ষেত্রে প্রয়োজন রয়েছে তাকেই যেন ওই ওষুধ দেওয়া হয়। আইসিইউকে কাউকে রাখা হলে কীভাবে চিকিত্সা হবে তার একটা প্রটোকল তৈরি করে দেওয়া হয়েছে। এনিয়ে  প্রয়োজনীয় নির্দেশিকা হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও বহুদিন পর ফের মৃত্যুতে আতঙ্কে সকলেই।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.