Weather Update: ঘন কুয়াশায় ঢাকবে বাংলা! সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা...
Weather Update: কলকাতায় আজ বাড়ল তাপমাত্রা। কাল থেকে ঘন কুয়াশার সতর্কতা। অন্য়দিকে, তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে।
অয়ন ঘোষাল: উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস। ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে; দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে।
মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। শীতের আমেজ থাকলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা একদম নেই।
আগামী ১৪ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
রবিবার স্বাভাবিকের থেকে তাপমাত্রা সামান্য বেশি। মঙ্গলবার এর মধ্যে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই; পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
কাল ও পরশু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের প্রায় জেলায়। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা কলকাতা সহ পাঁচ জেলায়। কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে।
উত্তরবঙ্গ
তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হবে কালিম্পং এর পার্বত্য এলাকাতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সোমবার বেশি সম্ভাবনা হালকা তুষারপাতের। বৃষ্টি ও তুষারপাতের জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই/তিন ডিগ্রি সেলসিয়াস নামবে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট।
সোমবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার ও মালদা জেলাতে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে।
কলকাতা
আজ বাড়ল তাপমাত্রা। কাল বাড়বে কুয়াশা। ঘন কুয়াশার সতর্কতা। ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামী দুই দিনে আরো একটু বাড়বে তাপমাত্রা। শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও। আজ সকালে হালকা কুয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট। বাড়বে পূবালী হওয়ার প্রভাব।
কলকাতার তাপমান
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯১ শতাংশ।
ভিনরাজ্যে
তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে ভারী বৃষ্টির সতর্কতা। অতিঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে। অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতবজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় উত্তরপ্রদেশ।
উইকেন্ডে শনিবার ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি গড়াই কাল এবং কেরল ও মাহেতে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)