নাম না করে মমতাকে 'দেশদ্রোহী' কটাক্ষ দিলীপের

আজ মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত মিছিল করেন বিজেপি রাজ্য সভাপতি।

Updated By: Jan 19, 2020, 07:36 PM IST
নাম না করে মমতাকে 'দেশদ্রোহী' কটাক্ষ দিলীপের

নিজস্ব প্রতিবেদন : CAA বিরোধিতা যাঁরা করছেন, তাঁরা দেশবিরোধী, হিন্দু বিরোধী। ফের তোপ দাগলেন দিলীপ ঘোষে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে পুলিস তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি।

শনিবার পূর্ব মেদিনীপুরে ধুন্ধুমারের ২৪ ঘণ্টার মধ্যে ফের পথে নামলেন দিলীপ ঘোষ। CAA-NRC নিয়ে মানুষের দরজায় দরজায় এখন ঘুরছে বিজেপি। তারই অংশ হিসাবে আজ মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত মিছিল করেন বিজেপি রাজ্য সভাপতি। ৫ কিলোমিটার পথ হাঁটলেন নির্বিঘ্নেই। আর এক্কেবারে স্বকীয় মেজাজে বিঁধলেন CAA বিরোধীদের।

দিনকয়েক আগে সিএএ-এনআরসি-র প্রতিবাদ করে একই পথে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রুটেই এদিন দিলীপ ঘোষ। মিছিল শেষে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন। নিশানা করলেন পুলিস তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যার পাল্টা জবাব দিয়েছেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ও।

আরও পড়ুন, বিছানায় ঘুমিয়ে স্বামী, এদিকে সেই ঘরেই উদ্ধার যৌনকর্মী স্ত্রীর ঝুলন্ত দেহ!

শনিবারই দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা ঘিরে তুলকালাম বেধেছিল পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামে ঢুকতে পারেননি বিজেপি রাজ্য সভাপতি। এদিন অবশ্য তেমন কিছু ঘটেনি। ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিল নিবির্ঘ্নেই শেষ হয় বারাসতে।

.