গঙ্গায় ডুবে মৃত্যু কৃতী অ্যাথলিটের
জলের তোড়ে তলিয়ে যায় সে।
নিজস্ব প্রতিবেদন : গঙ্গায় ডুবে মৃত্যু কৃতী অ্যাথলিটের। মৃত ছাত্রীর নাম সায়ন্তিকা মালাকার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ৩ নম্বর ওয়ার্ডের কেওটা সাতপুকুর ধার এলাকায়।
এই ঘটনায় শোকস্তব্ধ গোটা কেওটা সাতপুকুর ধার এলাকা। জানা গিয়েছে, এদিন গঙ্গায় স্নান করতে নেমেছিল নবম শ্রেণির ওই স্কুলছাত্রী। তখনই গঙ্গায় ডুবে মৃত্যু হয় তাঁর। বছর চোদ্দোর ওই স্কুলছাত্রী জেলা স্তরের অ্যাথলেটিকসে যথেষ্ট সুনাম অর্জন করেছিল। বাবা পেশায় অটোচালক।
পেশায় অটোচালক সঞ্জয় মালাকারের দুই মেয়ের মধ্যে বড় সায়ন্তিকা-ই বড়। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ দফতরের কাজ হওয়ায় সাতপুকুর ধার এলাকায় লোডশেডিং ছিল। ফলে বাড়িতে জল ছিল না। তাই দুপুর ৩টে নাগাদ এক আত্মীয়াকে নিয়ে কাছেই চুনি মিঞাঁর গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিল সায়ন্তিকা। তখনই বিপদ ঘটে যায়।
জলের তোড়ে তলিয়ে যায় সে। তড়িঘড়ি স্থানীয়রাই জলে নামে উদ্ধারকাজে। গঙ্গায় তল্লাশি চালিয়ে মিনিট ২০-র মধ্যেই সায়ন্তিকাকে উদ্ধার করে। তবে শেষরক্ষা হয়নি। চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়ন্তিকাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন, এখন কোথায় 'অশনি'? বাংলার ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের
Bangaon: মমতার লাইভে জ্যোতিপ্রিয়-র বিরুদ্ধে মন্তব্য! থানায় অভিযোগ, পলাতক তৃণমূল নেতা
Bison: বাইসনের হামলায় প্রাণ গেল গরু-ছাগলের; গৃহবন্দী গ্রাম, শেষপর্যন্ত কাবু ঘুমপাড়ানি গুলিতে