পুর ভোটের আগে নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যপাল জগদীপ ধনখড়ের

পুর নির্বাচন আসন্ন। আগামী মাসে কলকাতা পুরসভা এবং আরও ১০৭টি পুরসভায় ভোট হবে। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: সুদীপ দে | Updated By: Mar 12, 2020, 11:47 PM IST
পুর ভোটের আগে নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যপাল জগদীপ ধনখড়ের

নিজস্ব সংবাদদাতা: পুর নির্বাচন আসন্ন। আগামী মাসে কলকাতা পুরসভা এবং আরও ১০৭টি পুরসভায় ভোট হবে। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। নির্বাচন লগ্নে কমিশন যেন তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করে, যেন রাজ্য সরকার পরিচালিত প্রতিষ্ঠান হয়ে না ওঠে, সেই আবদন জানিয়েই চিঠি লিখেছেন রাজ্যপাল।

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসকে লেখা ওই চিঠিতে ধনখড়ের অভিযোগ, ২০১৩ এবং ২০১৮ সালের নির্বাচনের সময় রাজনৈতিক হিংসার ঘটনায় কঙ্কিত হয়েছিল গণতন্ত্র।

আরও পড়ুন: নবান্নে বৈশাখী, দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে! শোভনকে নিয়ে বাড়ল জল্পনা

রাজ্যপাল তাঁর চিঠিতে লেখেন, ভোটের সময় নির্বাচন কমিশনই সর্বাধিক ক্ষমতাধর। এ রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য রাজ্যের পুলিসের উপরে নির্ভর না করে নির্বাচন কমিশনের উচিত অতিরিক্ত বাহিনীর সাহায্য নেওয়া। নির্বাচন কমিশন অনুরোধ করলে তিনি অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা করে দিতে পারেন।

.